‘কোনও না কোনও কারণে আমি হেডলাইনে’, পাঁশকুড়ার মঞ্চ থেকে আত্মবিশ্বাসী বার্তা দিয়ে দেব বললেন…

Published on:

Published on:

DEV Flags Off Pathashree Road In Panshkura Before Assembly Elections
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে রাজ্য জুড়ে। সব দল যখন নিজেদের মতো করে ভোটের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে উন্নয়নের কাজের মধ্য দিয়েই বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (DEV)।

কী করেছেন দেব (DEV)?

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে ‘পথশ্রী ৪’ রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করেন দেব (DEV)। উদ্বোধনের পর তিনি জানান, ২০২৪ সালের নির্বাচনের সময় মানুষের কাছে যে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই কাজগুলো একে একে শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে দেব বলেন, “যে কাজটা ছয় মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, টেন্ডারের সমস্যার জন্য সেটা করা যায়নি। এখন সেই সমস্যা মিটেছে।” এদিন দেব জানায়, প্রশাসনিক জট কাটতেই উন্নয়নের গতি এসেছে।

এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বলেন দেব (DEV)। তিনি জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান অনেকটাই এগিয়েছে। অনেকগুলো কাজ এখন টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, আবার বেশ কিছু টেন্ডার পাস হয়ে কাজ শুরু হয়ে গিয়েছে।” সাধারণ মানুষের ভরসা নিয়ে কথা বলতে গিয়ে দেব আরও বলেন, “সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালবাসা পেয়েছিল, দেব সে সব কথা ফেরায়নি। কথা দিয়ে কথা রেখেছে।”

Ghatal MP Dev Meets Grieving Parents of Missing Girl

 

আরও পড়ুনঃ ২০২৬-এ এক দফাতেই ভোট হতে পারে বাংলায়, SIR শুনানির মাঝেই কমিশনের বড় ইঙ্গিত

এদিন শুধু উন্নয়ন নয়, SIR প্রসঙ্গেও মুখ খুলেছেন দেব (DEV)। তাঁর কাছে SIR-এর শুনানির নোটিস যাওয়া নিয়ে তিনি বলেন, “কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাই, আমি ভারতীয়। আমাদের দেশে যেটা ‘ল অফ দা ল্যান্ড’, আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ‘ল অফ দা ল্যান্ড’ হয়, আমি সেটাই মানব। ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই।”