কথা রাখলেন দেব, ‘রঘু ডাকাত’ এর ট্রেলার লঞ্চের অর্থ গেল টেকনিশিয়ানদের জন্য, কত টাকা উঠেছিল জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোয় ‘রঘু ডাকাত’ হয়ে বাংলার বক্স অফিস কাঁপিয়েছেন দেব (Dev)। বিতর্কের কারণেই হোক বা প্রশংসা, লম্বা সময় ধরে চর্চায় ছিল তাঁর ছবিটি। অবশ্য রঘু ডাকাত এর প্রচার পর্বেও কোনও খামতি রাখেননি দেব (Dev)। বিশেষ করে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়েছিল রীতিমতো ধুমধাম করে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই তারকা খচিত ইভেন্টের টিকিট বিক্রির টাকা এবার সিনে ফেডারেশনের হাতে তুলে দিলেন অভিনেতা।

রঘু ডাকাত এর টাকা ফেডারেশনে দিলেন দেব (Dev)

বিনামূল্যে নয়, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্যও ছিল টিকিটের বন্দোবস্ত। সেই অনুষ্ঠানে দেবের (Dev) সঙ্গে সঙ্গে টলিপাড়ার তারকাদেরও ঢলও নেমেছিল। দেব তখনই জানিয়েছিলেন, টিকিট বিক্রির পুরো টাকাটাই সিনে ফেডারেশনকে দেবেন তিনি, যাতে টেকনিশিয়ানরা উপকৃত হতে পারেন। সেই মতোই কাজ করলেন অভিনেতা।

Dev gave raghu dakat trailer launch money to cine federation

কত টাকা উঠেছিল ট্রেলার লঞ্চে: শুক্রবার ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন দেব (Dev)। সেখানেই টিকিট বিক্রির টাকা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে তুলে দেন। উল্লেখ্য, সেদিনের ট্রেলার লঞ্চের টিকিট বিক্রি থেকে উঠেছিল মোট ৪ লক্ষ ১৭৭ টাকা। পুরো টাকাটাই দেব তুলে দিয়েছেন ফেডারেশনের হাতে।

আরও পড়ুন : বাবা আর সৎ মা মিলেই… সঞ্জয় রায়ের ভাগ্নি মৃত্যুর ঘটনায় অপ্রত্যাশিত মোড়!

কে কে উপস্থিত ছিলেন: এদিন সিনে ফেডারেশনের বিজয়া সম্মিলনী উপলক্ষে তারকাদের হাট বসেছিল। দেব (Dev) ছাড়াও উপস্থিত ছিলেন আরেক টলিউড সুপারস্টার জিৎ। এসেছিলেন কোয়েল মল্লিক, নিসপাল সিং রানের মতো সেলেবরা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কুণাল ঘোষের মতো রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরাও।

আরও পড়ুন : আধার থেকে মেট্রো পরিষেবা, নভেম্বর থেকেই একগুচ্ছ বদল, বিপাকে পড়ার আগে জানুন আপডেট

এদিন দেব-কুণাল মুখোমুখি হতেই মিটে যায় ভুল বোঝাবুঝি। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিকে একজোট হওয়ার বার্তাও দেন অভিনেতা। উল্লেখ্য, এই রঘু ডাকাত নিয়েই বিতণ্ডা বেঁধেছিল একই দলের দুই সদস্যের মধ্যে। এবার আগামীতে দুজনের মধ্যে পরিস্থিতি কেমন থাকে সেটাই দেখার।