তারকা-সাংসদ নন, বাড়ির ছেলে ‘রাজু’ হয়ে প্রয়াত জেঠুকে কাঁধ দিলেন দেব

বাংলাহান্ট ডেস্ক: পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দেব (Dev)। পরিবারে এক দুর্ঘটনা ঘটে গিয়েছে তাঁর। শুক্রবার প্রয়াত হয়েছেন সাংসদ অভিনেতার জেঠু তারাপদ অধিকারী। শনিবার সকালেই মেদিনীপুরে নিজের দেশের বাড়িতে ছোটেন দেব। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জেঠুর মরদেহকে কাঁধ দেন তিনি। আসন্ন ছবির প্রচার ভুলে নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেব।

শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা দেবের জেঠু। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শুক্রবার রাতে আচমকাই ঝড়ের মতো আসে খারাপ খবরটা। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার পর শুক্রবারও ‘প্রজাপতি’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন দেব। তখনি আসে খারাপ খবরটা।

dev uncle
শনিবার রাতে মেদিনীপুর যাওয়া সম্ভব ছিল না দেবের। তাই ওই রাতটা মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গেই রাখা হয় দেহ। মেদিনীপুরের কেশপুরে দেব ও তাঁর পরিবারের আদি বাড়ি। অভিনেতার জেঠু থাকতেন সেখানেই। ওখানেই তাঁর শেষকৃত্য হয়েছে।

শনিবার সকালেই মেদিনীপুরে নিজেদের আদি বাড়িতে পৌঁছে যান দেব। টলিউডের প্রথম সারির অভিনেতা বা সাংসদ নন, বাড়ির ছেলে ‘রাজু’ হয়েই জেঠুর মরদেহকে কাঁধ দেন তিনি। গভীর শোকের সময়ে দায়িত্ববান ছেলের মতোই পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেব। সংবাদ মাধ্যমের সঙ্গেও এদিন কোনো কথা বলতে চাননি।

উল্লেখ্য, মুম্বইয়ে দেবের বাবা গুরুপদ অধিকারীর ক্যাটারিং এর ব্যবসা ছিল। বাবার ব্যবসায় কাজও করেছিলেন অভিনেতা। তখনো অবশ্য তিনি অভিনেতা হননি। দেবের জেঠু তারও আগে থেকে মুম্বইয়ে কর্মরত ছিলেন। ভাইয়ের ব্যবসা শুরু করায় সাহায্য করেছিলেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর