ফের হাউসফুল হবে হল, ‘রঘু ডাকাত’ রূপে আসছেন দেব, শুটিং নিয়ে ফাঁস বড় তথ্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন দেব (Dev)। আগের মতো এখন আর মূলধারার বাণিজ্যিক ছবিতে তেমন দেখা যায় না তাঁকে। বরং চিত্রনাট্য নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন দেব (Dev)। আর এই এক্সপেরিমেন্টেরই অন্যতম ফসল ‘রঘু ডাকাত’। চার বছর আগে ঘোষণা করা হয়েছিল এই ছবির। কিন্তু এখনো পর্যন্ত ছবির শুটিং শুরু করা যায়নি।

চার বছর পেরিয়ে নতুন তথ্য দেবের (Dev) ছবির ব্যাপারে

বিভিন্ন কারণে এই ছবির মুক্তি পিছিয়েছে। কখনো বাজেট, কখনো আবার চিত্রনাট্য বাধা হয়ে দাঁড়িয়েছে শুটিং শুরু করার ক্ষেত্রে। অবশেষে এল সুখবর। জানা যাচ্ছে, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় নাকি ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। শুটিং এর লোকেশন রেকি করার কাজও শুরু হয়েছে। রাজ্যের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলেও নাকি কিছু শুটিং হওয়ার কথা রয়েছে। দেবের (Dev) সঙ্গে ছবির শুটিং এর তারিখ নিয়ে কথা হয়েছে পরিচালকের।

আরো পড়ুন: খুনের হুমকি বাবাকে, ভয়ে থরহরি কম্প সলমন, তদন্তে কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে!

কবে থেকে শুরু শুটিং

রিপোর্ট বলছে, আগামী ডিসেম্বর মাসেই নাকি রঘু ডাকাত এর শুটিং শুরু হওয়ার কথা। এদিকে ওই সময়ে দেবের (Dev) বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলত ওই সময়ে ছবির প্রচার নিয়ে ব্যস্ত থাকবেন দেব (Dev)। শোনা যাচ্ছে, অভিনেতা যাতে নির্বিঘ্নে খাদান এর প্রচার করতে পারেন তার জন্য তাঁকে ছাড়াই প্রথমে রঘু ডাকাত এর শুটিং শুরু হবে। খাদান এর প্রচার শেষে শুটে যোগ দেবেন দেব (Dev)।

আরো পড়ুন: পরিচালক ‘অ্যাকশন’ বলতেই… নাবালিকা রেখার সঙ্গে যা করেছিলেন বাঙালি নায়ক, শুনলে শিউড়ে উঠবেন!

২০২১ এ এসভিএফ প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ করা হয়েছিল রঘু ডাকাত এর প্রথম ঝলক। রঘু ডাকাত রূপে দেবের (Dev) লুকও দেখা গিয়েছিল আংশিক ভাবে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন, রঘু ডাকাত একটি ‘মাস’ ছবি। সেই কারণেই ছবির প্রস্তুতিতে এত সময় নিয়েছেন।

Dev

প্রসঙ্গত, বর্তমানে খাদান ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। সম্প্রতি ছবির আউটডোর শুটিং এর জন্য আসানসোলে গিয়ে ছবির টিম। তারপরে একটি গানের শুটিংও বাকি থাকবে বলে খবর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X