পা চেটেই নায়িকা হওয়ার সুযোগ! ‘প্রধান’এ সৌমিতৃষাকেই নেওয়ার কারণ কী? এতদিনে মুখ খুললেন দেব

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রীরা এখন আর শুধু সিরিয়ালে আটকে নেই। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে সিনেমা, ওয়েব সিরিজে সুযোগ পাচ্ছেন তারা। এই তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকা খুব শিগগিরই পা রাখতে চলেছেন সিনেমায়। দেবের (Dev) বিপরীতে ‘প্রধান’ ছবিতে দেখা যাবে তাঁকে।

‘মিঠাই’ নামেই ছিল সৌমিতৃষার জনপ্রিয়তা। জি বাংলার এই সিরিয়াল তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অচিরেই জায়গা করে নেন সৌমিতৃষা। তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে দুই বাংলার মানুষ তো বটেই, বিদেশের বাঙালিরাও ভালবেসে ফেলেন মিঠাইরানীকে।

Dev opened up about Soumitrisha kundu

তাই সিরিয়াল শেষ হওয়ার দুদিন আগেই সুখবরটা দিয়ে দিয়েছিলেন সৌমিতৃষা। এবার দেবের নায়িকা হতে চলেছেন তিনি। আসন্ন ‘প্রধান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সৌমিতৃষা। সুখবরটা শুনে মিঠাই অনুরাগীরা যতটা খুশি হয়েছিলেন তেমনি নিন্দুকরাও মুখ বেঁকাতে ছাড়েননি। দেবের পা চেটে ছবিতে সুযোগ পাওয়ার অপবাদ পেয়েছিলেন সৌমিতৃষা।

এ ব্যাপারে আগেই মুখ খুলেছিলেন সৌমিতৃষা। আর এবার বিষয়টা নিয়ে সরব হলেন দেব। পা চেটেই কি তাঁর ছবিতে সুযোগ পেয়েছেন সৌমিতৃষা? প্রধান এর চরিত্রে তাঁকেই বেছে নেওয়ার কারণটা কী? দেব জানান, তিনি এখন চরিত্র নির্ভর ছবির দিকে বেশি মন দিয়েছেন। যেমন ‘বাঘা যতীন’ ছবিতে তিনি নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলেছেন। নায়িকা হিসেবে সৃজাকেও তেমন ভাবেই বেছে নেওয়া হয়েছে।

Dev opened up about Soumitrisha kundu

দেব বলেন, সৌমিতৃষার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। প্রধান-এ যে চরিত্রে তাঁকে দেখা যাবে তার সঙ্গে সৌমিতৃষার অনেকটাই সাদৃশ্য রয়েছে। সেসব বিচার করেই তাঁকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রযোজক অতনু রায়চৌধুরীরও সব দিক দিয়ে এই চরিত্রের জন্য সৌমিতৃষাকেই আদর্শ মনে হয়েছিল। তাই আর দেরি করেননি কেউই।

অগাস্ট মাস থেকেই ‘প্রধান’ এর শুটিং শুরু হবে। জানা যাচ্ছে, সম্পূর্ণ পারিবারিক ছবি হতে চলেছে প্রধান। মজার মোড়কে থাকবে সামাজিক বার্তাও। ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ও।

Niranjana Nag

সম্পর্কিত খবর