বাংলা হান্ট ডেস্কঃ ঘাটালের সাংসদ সুপারস্টার দেব (Dev)। সম্প্রতি দেব জানিয়েছেন, দরকার পড়লে তিনি ঘাটালের প্রতিটি বাড়িতে বাড়িতে যাবেন। শনিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনুষ্ঠিত একটি মিটিংয়ে এই কথা বলেন তিনি। মিটিংয়ে জমি জটের বিষয়টি উঠে আসার পর দেব স্পষ্ট জানিয়েছেন যে, যাঁরা জমি দিচ্ছেন না, তাঁদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করবেন।
ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিংয়ে যোগদান করেন দেব (Dev)
এদিন দেবের (Dev) ঘাটাল সফর ছিল একাধিক কর্মসূচিতে পরিপূর্ণ। প্রথমে তিনি উপস্থিত হন ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে ঘাটালের শিশু মেলার কমিটি গঠনের জন্য একটি মিটিং অনুষ্ঠিত হয়। শিশু মেলার কার্যক্রম ও কমিটি গঠন সম্পন্ন হওয়ার পর তিনি ঘাটাল টাউনহলে পৌঁছান মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিংয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, “যাঁরা কাজ করবেন, তাঁদের সঙ্গে বৈঠক হয়েছিল। ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। অনেক মাটি পরীক্ষা হয়ে গেছে। আমার মনে হয় কাজ চলছে। তবে দিদি যা কথা দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হবে।”
যাঁদের জমি এখনও পাওয়া যায়নি, তাঁদের বাড়িতে যাবেন কি না, এই প্রশ্নের উত্তরে দেব (Dev) স্পষ্টভাবে বলেন, “আমি সত্যিই সেখানে যাব। অনেকেই জমি দিয়েছেন, এটা সত্যি কথা। যাঁদের মনে হচ্ছে আমার দোকান ভেঙে গেলে রোজগার কীভাবে হবে? এর আগে অনেক বড় প্ল্যানিং ছিল, অনেক জমি লাগত। ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল। তবে আমাদের সরকার বা দিদি কেউই চান না জোর-জবরদস্তি করতে। তাই আমরা যাব। গিয়ে বোঝাবো কেন এই জমি প্রয়োজন। আমার মনে হয় যাঁরা ঘাটালে থাকেন তাঁরা বুঝবেন যন্ত্রণার কথা। আর আমার যাওয়াতে যদি সমস্যার সমাধান হয়, আমি প্রস্তুত।”
তবে এই ঘাটাল মাস্টার প্ল্যান কে আগেই বিরোধীরা ‘ভাওঁতা’ বলে দাবি করেছেন। তারা বারবার বলেছেন, কেন্দ্রের সহায়তা ছাড়া এই প্ল্যান বাস্তবায়িত হবে না। দেব (Dev) এই বিষয়ে বলেন, “বিরোধীরা আক্রমণ না করলে তাঁরাও বিরোধী দলে থাকতে পারবে না। তাঁরা ভুল নয়। ঘাটালের মানুষ জানে সব। যাঁরা এখানে থাকেন না, তাঁরা ভাবেন সব ভাঁওতা। এখানকার মানুষ জানেন যে মাস্টার প্ল্যানের কাজ কত দ্রুতগতিতে চলছে। যেদিন এই কাজ শেষ হবে, সেই দিন তাঁদেরও ডাকা হবে।”
আরও পড়ুনঃ ‘তৃণমূলের শত্রু তৃণমূলই’, বীরভূমে বিজয়া সম্মিলনীর মঞ্চে প্রকাশ্যে অনুব্রত-কাজল সংঘাত
দেবের (Dev) এই মন্তব্য ঘাটালে মাস্টার প্ল্যানকে এগিয়ে নেওয়ার দিকে একটি স্পষ্ট সংকেত দিয়েছে। তিনি নিজে গিয়ে সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে প্রকল্পের জমি জট দ্রুত সমাধান হয়।