জয় গোস্বামীর পর এবার SIR শুনানিতে ডাক দেবকে, টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকেও সমন কমিশনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর শুনানি পর্ব চলছে রাজ্যে। সেখানে আমজনতার সঙ্গে সঙ্গে ডাক পাচ্ছেন তারকারাও। কিছুদিন আগেই শুনানিতে উপস্থিত হওয়ার জন্য ডাক পেয়েছিলেন কবি জয় গোস্বামী। এবার তালিকায় নাম জুড়ল অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের (Dev)। খসড়া তালিকায় নাম না থাকার জন্য নাকি শুনানিতে ডাক পেয়েছেন তিনি।

এসআইআর শুনানিতে ডাক পেলেন দেব(Dev) ?

৯৩ নম্বর ওয়ার্ডেরর্ডের কাউন্সিলর মৌসুমী দাসের দাবি, দেবকে ডাকা হয়েছে শুনানিতে। তবে তিনি একা নন, তালিকায় নাম রয়েছে অন্য অভিনেতা অভিনেত্রী এবং ক্রিকেটারেরও। কাউন্সিলর মৌসুমী বলেন, লাবনী সরকারকে তো সকলেই চেনে। বাংলা সিনেমার একজন নামী অভিনেত্রী তিনি। কৌশিক বন্দ্যোপাধ্যায় এসেছেন।

Dev reportedly called for sir hearing

আর কাদের ডাকা হয়েছে: তিনি আরও বলেন, বিখ্যাত ক্রিকেটার মহম্মদ শামিকেও ডাকা হয়েছে। তবে খেলা পড়ে যাওয়ায় এদিন আসতে পারেননি তিনি। দ্বিতীয় বার ডেট দেওয়া হয়েছে। এরপরেই কাউন্সিলর বলেন, ‘দেবকেও (Dev) ডাকা হয়েছে। তিনি তো সাংসদ। তাঁকেও ডাকা হয়েছে। সব ধরণের মানুষকে ডাকা হচ্ছে। এটা হয়রানি ছাড়া আর কিছুই নয়। এমনকি শুনানিতে অদ্ভূত অদ্ভূত প্রশ্ন করা হচ্ছে’।

আরও পড়ুন : ফের হাই ভোল্টেজ টক্কর নন্দীগ্রামে! কে হচ্ছেন বিজেপির প্রার্থী? ফাঁস করে দিলেন লকেট

হয়রানির অভিযোগ: এদিকে কাউন্সিলর এমন দাবি করলেও সংবাদ মাধ্যমকে দেব জানিয়েছেন, এমন কোনও ডাক তিনি পাননি। এও জানা যাচ্ছে, শুধু নামী তারকারা নন, প্রশাসনিক ব্যক্তিরাও ডাক পাচ্ছেন শুনানির জন্য।

আরও পড়ুন : ‘আমি ভালো নেই’, বৈবাহিক জীবনে সমস্যা? লাইভ ভিডিও শেষে আত্মহত্যার চেষ্টা দেবলীনার

জানা গিয়েছে, জলপাইগুড়ির এক বিডিওকে ডাকা হয়েছিল শুনানিতে। এছাড়াও প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারকেও ডাকা হচ্ছে বলে খবর।