গোরু পাচার কাণ্ডে সিবিআইয়ের নোটিস পেলেও কটুক্তি শুনতে হয়নি, বলিউড গেলে এই ভালবাসা হারিয়ে যাবে: দেব

বাংলাহান্ট ডেস্ক: পাগলু থেকে কিশমিশ, খোকা ৪২০ থেকে কাছের মানুষ, পরাণ যায় জ্বলিয়া রে থেকে বাঘা যতীন, দেবের (Dev) পরিবর্তনটা দর্শকদের চোখের সামনে সুস্পষ্ট। অভিনয় দিয়ে পা রেখেছিলেন টলিউডে। তাঁর সংলাপ বলার ধরণ, অভিনয় দক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, হয়েছে ট্রোল। কিন্তু দেব যে সেই সমস্ত সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেকে প্রতিনিয়ত ঘষামাজা করে চলেছেন তা কেউ অস্বীকার করতে পারবেন না। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় পরবর্তী সময়ে তিনি টলিউডের অন‍্যতম সুপারস্টার।

আর এখন তো শুধু অভিনেতা নন, দেব এখন প্রযোজকও। গত পাঁচ বছরে ১২ টি মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস থেকে। দেব নিজেও বেশ অবাক। স‌ংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, যারা তাঁকে দীপক অধিকারী থেকে ‘দেব’ তৈরি করেছেন, তাদের মনে প্রযোছক হিসাবে কিছুটা জায়গা করতে পেরেছেন তিনি।

   

vcbccb
টলিউডে দীর্ঘদিন কাটিয়ে দিলেন দেব। কিন্তু এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির নামী পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতে রাজি নন। দেব নিজেই জানান, সৃজিত মুখোপাধ‍্যায়ের ‘উমা’ ছবিটি প্রযোজনা করতে চেয়েছিলেন তিনি। কৌশিক গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে কাজ করার আর্জি জানিয়েছিলেন। রাজি হননি কেউই। তাই নতুন পরিচালকদের নিজের প্রযোজনায় সুযোগ করে দিচ্ছেন দেব।

নতুন পরিচালকদের সমস‍্যা, তাঁরাও ভাল চিত্রনাট‍্য অনেকের কাছে নিয়ে গিয়েছেন, কেউ রাজি হননি। দেবের মতো তারকার সঙ্গে কাজ করলে নতুনদের কেরিয়ারেও প্রভাব পড়বে। আর চিত্রনাট‍্য পছন্দ হলে দেবও না করছেন না। প্রত‍্যেক বারই ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছেন তিনি। দেব স্পষ্টই জানান, ইন্ডাস্ট্রির সিনিয়ররা নিজেদের পছন্দের লোকের সঙ্গে কাজ করেন। তিনিও নিজের টিম নিয়েই খুশি।

Dev prosenjit
দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বলিউড সফর সম্পর্কে। মিমি থেকে যশ, এছাড়া স্বস্তিকা মুখোপাধ‍্যায়, শাশ্বত চট্টোপাধ‍্যায়, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ‍্যায় এঁরা সকলেই টলিউডের সঙ্গে বলিউডেও কাজ করছেন। এমনকি দেবের বান্ধবী রুক্মিনী মৈত্রও ডেবিউ করে ফেলেছেন বলিউডে। অভিনেতা নিজে কী করবেন?

দেবের পালটা প্রশ্ন, সবাই বলিউডে চলে গেলে টলিউডের কী হবে? তিনি এখানে যা রোজগার করছেন, যে ভালবাসা পাচ্ছেন তা যথেষ্ট। দেবের কথায়, বড় রাজ‍্যে প্রজা হয়ে থাকার চেয়ে ছোট রাজ‍্যে রাজা হয়ে থাকতেই তিনি বেশি পছন্দ করেন। তাছাড়া কলকাতায় যে ভালবাসা তিনি পাচ্ছেন, গোরু পাচার কাণ্ডে সিবিআইয়ের নোটিস পাওয়ার পরেও তাঁকে নিয়ে কেউ খারাপ কথা বলেন না। মুম্বই চলে গেলে এই ভালবাসাটা যদি হারিয়ে যায়, সেই ভয়ই পান দেব।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর