‘শুভশ্রীর জন্যই…’, দীর্ঘ ৯ বছর পর স্বীকারোক্তি দেবের! আবেগে ভাসলেন ভক্তরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির বহু প্রতীক ছবি অবশেষে আসছে পর্দায়। আপাতত এই ছবিরই প্রচারে ব্যস্ত দুই তারকা। অনেকেরই মনে কৌতূহল জেগেছিল, কীভাবে ছবির প্রচার সারবেন দুজনে? ফের কি পাশাপাশি দাঁড়াবেন দুজনে? এই প্রশ্নের জবাব দিতে দিয়েছেন দেব (Dev) শুভশ্রী।

ধূমকেতুর প্রচার শুরু করেছেন দেব (Dev) শুভশ্রী

ধূমকেতুর প্রচার তাঁরা শুরু করেছেন বটে, তবে আলাদা আলাদা ভাবে। এখনও পর্যন্ত একসঙ্গে দেখা মেলেনি তাঁদের। সম্প্রতি ছবির গান লঞ্চের অনুষ্ঠানে দেখা যায় দেবকে (Dev)। তবে শুভশ্রীর অনুপস্থিতি নজর এড়ায়নি কারোরই। আর সেই সুযোগেই শুভশ্রী সম্পর্কে বড়সড় মন্তব্য করে বসলেন দেব।

Dev said this about subhashree ganguly

কী বললেন দেব: উল্লেখ্য, দেবের (Dev) প্রযোজনা সংস্থার প্রথম ছবি ধূমকেতু। দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে ৯ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি। এ বিষয়ে দেব (Dev) এদিন বলেন, ‘ওই সময়ে শুভশ্রীর জন্যই ধূমকেতু করতে রাজি হয়েছিলাম। এই ছবি টায় ও যেরকম অভিনয় করেছে, দারুণ! এখন যদিও ওর অভিনয় অনেক পরিণত, তবু বলব’। এত বছর পর দেবের (Dev) এই মন্তব্যে আপ্লুত ‘দেবশ্রী’ ভক্তরা।

আরও পড়ুন : ভোট সন্ত্রাসে মৃত অভিজিতের দাদার উপরেও হামলার অভিযোগ! কাঠগড়ায় ২ TMC কাউন্সিলর

মুক্তি পেয়েছে ছবির টিজার: এই ছবি (Dhumketu) নিয়ে নানান জল্পনা শোনা গিয়েছিল। গুঞ্জন শোনা গিয়েছিল, এই ছবিতে নাকি প্রথমবার লিপলক করতে দেখা যাবে দেব (Dev) শুভশ্রীকে, যার এক ঝলক দেখা গিয়েছে টিজারেও। পাশাপাশি এও শোনা গিয়েছিল, রুদ্রনীল ঘোষের কেরিয়ারের অন্যতম সেরা কাজ নাকি ধূমকেতু। টিজারে দেখা মিলেছে তাঁরও।

আরও পড়ুন: ‘এতটা ফাঁকি দিলে…’! উত্তমের মরদেহের সামনে মালা হাতে সুচিত্রা, পাশ থেকে কী বলেছিলেন গৌরী দেবী?

এর আগে ধূমকেতু (Dhumketu) প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শুভশ্রী বলেছিলেন, এত বছরের যে অপেক্ষা, ধূমকেতু (Dhumketu) কবে আসবে, সেটা আসছে ১৪ অগাস্ট। এবার তিনি দেখতে চান যে উত্তেজনাটা কতটা বড় হতে পারে। তাঁর কথায়, তাঁদের যা করার ছিল তা তাঁরা করে দিয়েছেন। এবার তিনি দেখতে চান যে দর্শকরা ছবিটাকে কতটা বড় করতে পারেন।