বাংলা হান্ট ডেস্ক : চ্যাম্প সফল হওয়ার পর কেটে গেছে প্রায় ছয় ছয়টা বছর। এরপর আরও একবার রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় কাজ করবেন দেব (Dev)__অন্তত টলিপাড়ার (Tollywood) গুঞ্জন তো এমনটাই ছিল। মাস কয়েক আগেই টলিপাড়ার আনাচে কানাচে ঘুরছিল এই খবর। তবে হঠাৎ শোনা যাচ্ছে, শুভশ্রীর স্বামীর সাথে কাজ করতে নাকি আগ্রহী নন দেব। তবে কী কারণে এমন বৈরাগ্য? মুখ খুললেন খোদ অভিনেতা।
চলতি বছরের পুজোতেই মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে এই ছবি। তার মাঝেই এই ছবির প্রস্তাব ফেরানোর খবরে নড়েচড়ে বসেছে সকলে। টলিপাড়ার এই গুঞ্জন প্রসঙ্গে দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোটখাটো অ্যাক্টর, রাজ বড়মাপের ডিরেক্টর। ওকে না বলার ক্ষমতা আমার নেই। যে টাইমটা রাজ ছবিটা শ্যুট করতে চেয়েছিল, সেই টাইমটা আমি কমিটেড। পরের বছর অগস্ট পর্যন্ত আমার ডেট নেই।’
তবে দেবের জন্য কি কয়েকটা মাস অপেক্ষা করা যায়না? এটাও কি হতে পারে? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘রাজ কিন্তু আমাকে নিয়ে গল্পটা ভাবেনি। ও একটা গল্প লিখেছে। ওর মনে হয়েছে সেই গল্পটা আমি করলে ভালো হয়। আমার মনে হয়েছে…. (কিছুক্ষণ থেমে) এটা আমার আর রাজের মধ্যেই থাকা উচিত। ওকে ছোট করতে চাই না। আমাদের টলিউডের অন্যতম সেরা পরিচালক রাজ। আমার অত্যন্ত প্রিয় পরিচালক এবং মানুষ। আমি যদি বলি আমি ছবিটা রিজেক্ট করছি, সেটা ওকে ছোট করা হবে’।
আরও পড়ুন : অবশেষে শেষ হল রূপের খেলা! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধুন্ধুমার পর্ব
এমনিতে দেব আর রাজের বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। তবে বন্ধুত্বের খাতিরে যে সব প্রোজেক্টকে ইয়েস বলতেই হবে তারও কোনও মানে নেই। এইদিন দেব আরও বলেন, ‘আমার মনে হয়েছিল স্ক্রিপ্টটা একটু এরকম হলে ভালো হত। সেটা আমাদের মধ্যেই থাক। আমাদের একটাই মিটিং হয়েছিল। ওই জায়গায় ব্যাপারটা পৌঁছায়নি। আবারও বলছি রাজ আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং পরিচালক। কিছু ক্রিয়েটিভ ডিফারেন্স এই ছবিটা নিয়ে রয়েছে, এইটুকুই।’
আরও পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য এখন অতীত! স্বয়ম্ভুর সাথে জুটি বাঁধছেন ‘দীপা’ স্বস্তিকা, ফাঁস হল ছবি
প্রসঙ্গত উল্লেখ্য, দেবের কাজের কথা বললে, প্রায় আড়াই বছর হয়ে গেল ‘রঘু ডাকাত’র ঘোষণা করেছিলেন অভিনেতা। সেই ছবির কাজ এখনও পেন্ডিং রয়ে গেছে। এদিকে ‘চাঁদের পাহাড়’-র তৃতীয় পর্বের স্ক্রিপ্টও এখনও চূড়ান্ত হয়নি। দেবের কাছ থেকে জানা গেল, একটা স্ক্রিপ্ট ফাইনাল হতে হাজার একটা মিটিং করতে হয়। কোনও ছবিই একটা মিটিং-এ ফাইনাল হয়না। সৃজিতের ছবিতে কাজ করার আগেও একটা লম্বা সময় পর্যন্ত আলোচনা করেছেন তিনি। তবে আপাতত তার সমগ্র মনযোগ ‘প্রধান’র উপর। এই ছবির কাজ শেষ হলেই সৃজিতের ছবির কাজে হাত লাগাবেন।