গরু পাচার মামলায় নয়া মোড়! ‘উনিও গরু চোর’, হেভিওয়েটের নাম নিয়ে তোলপাড় ফেলে দিলেন দেব!

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে ফের একবার শিরোনামে গরু পাচার মামলা (Cattle Smuggling Case)। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে ‘দেবের কীর্তি’ বলে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে পাল্টা তোপ দাগলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev)। শুভেন্দুর পাশাপাশি প্রতিপক্ষ হিরণকেও একহাত নিলেন তিনি।

আজ সকালে শুভেন্দু (Suvendu Adhikari) এক্স হ্যান্ডেলে একটি ডায়েরির পাতার ছবি শেয়ার করেন। সেখানে দেবের নাম লেখা রয়েছে। ঘাটালের তারকা সাংসদের মোবাইল এবং ঘড়ি বাবদ কত টাকা দেওয়া হয়েছে সেটারও উল্লেখ রয়েছে সেখানে। সেই সঙ্গেই ২৫ লক্ষ করে দু’বার ৫০ লক্ষ টাকার হিসেবও দেওয়া রয়েছে সেই কাগজে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুভেন্দুর সেই পোস্টের জবাব দিয়েছেন দেব। এবার সংবাদমাধ্যমের সামনেও তা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘শুভেন্দুদা নাকি হিরণ, কাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। হিরণকে দিয়েই নাহয় শুরু করি। আড়াই বছর ধরে মনের মধ্যে প্রচুর কথা জমে ছিল। তদন্ত চলাকালীন বেশি কথা যায় না। আমি একটা বিষয়ে খুব আশ্চর্য হলাম যে সিবিআই, ইডির কাছে থাকা ওই নথি শুভেন্দুদার কাছে কীভাবে এল? ওই নথি সিবিআই, ইডি, আদালত বা স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়া আর কারোর কাছে যাওয়া উচিত নয়’।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, রবিবারই কলকাতায় আঘাত হানতে পারে রেমাল? আবহাওয়ার খবর

দেব বলেন, শুভেন্দু অধিকারীর যে ‘ভেতরে’ সোর্স রয়েছে তা এবার প্রমাণ হয়ে গেল। একইসঙ্গে জানান, ‘আমি টাকাটা নিয়ে ফেরতও দিয়ে দিয়েছিলাম। আমার কাছে সেই নথিটাও রয়েছে। একটু পরেই আপলোড করে দেব’।

এদিকে শুভেন্দু ‘দেবের কীর্তি’ পোস্ট করার পরেই সরব হয়েছেন হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থীর দাবি, দেব যে এনামুলের থেকে টাকা নিয়েছিলেন সেটা এবার প্রমাণ হয়ে গিয়েছে। এই নিয়েও পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা। দেব নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, পিন্টু মণ্ডল নিবেদিত একটি অনুষ্ঠানে একদা হাজির হয়েছিলেন হিরণ।

dev tmc candidate lok sabha election 2024

দেব বলেন, ‘যে পিন্টু মণ্ডলকে নিয়ে কথা হচ্ছে, আমার কাছেও তাঁর নথি ছিল। কখনও সেটা আপলোড করিনি। আজ যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, ৩ বছর ধরে আমায় গরু চোর বলে যাচ্ছেন। আমার নাকি পিন্টু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল। উনি নিজেও তো পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, টাকা নিয়েছেন। আমার আগে থেকে জানা শোনা। তুমি তো টাকা নিয়েছ! তাহলে তুমিও গরু চোর?’

ঘাটালের বিদায়ী সাংসদ বলেন, ‘আজ অবধি কিছু বলিনি এটা আমার ভদ্রতা। কাদা ছুঁড়লে কতখানি কষ্ট হয় সেটা আমি জানি। শুভেন্দুদাই আমায় সেই সুযোগ করে দিলেন। আমি যদি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রির ৯০% অভিনেতাই গরু চোর। কারণ পিন্টু মণ্ডল একজন বড় আয়োজন ছিলেন। টলিউডের তো বটেই বলিউডেরও অনেকে ওনার সঙ্গে কাজ করেছেন। তাঁদের কাউকে কিন্তু ডাকা হয়নি। আমি তৃণমূল সাংসদ বলে আমায় ডাকা হয়েছে। আড়াই বছর ধরে মনের মধ্যে কষ্ট চেপে রেখেছিলাম। আজ শুভেন্দুদা আমায় মন খুলে কথা বলার সুযোগ করে দিলেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর