দুই বাচ্চার মা হয়ে সারল্য হারিয়েছেন? দেবের মন্তব্যে শুভশ্রী বললেন, ‘…এমন অসম্মান’! ফের ভাঙল জুটি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রায় নয় বছর পর ফিরেছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev-Subhashree) জুটি। তাঁদের জুটির নস্টালজিয়ায় ভর করে বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে ‘ধূমকেতু’। কিন্তু ছবির ব্যবসা কিছুদূর এগোতে না এগোতেই প্রকাশ হয়ে পড়ল দেব-শুভশ্রীর মাঝের দ্বন্দ্ব। কিছুদিন আগের প্রচারের সময়কার সেই রসায়ন হঠাৎ করেই উধাও। দেবের (Dev-Subhashree) একটি মন্তব্যে ফের জ্বলল বিতর্কের আগুন। পালটা জবাব দিলেন শুভশ্রীও। ঠিক কী হয়েছে?

দেব-শুভশ্রীর (Dev-Subhashree) মধ্যে মাথাচাড়া দিল বিতর্ক

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে দেবের কাছে প্রশ্ন রাখা হয়, ২০২৫ সালে যদি ধূমকেতু তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে (Dev-Subhashree) কাস্ট করা হত? উত্তরে অভিনেতা বলেন, ‘সেটা ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা বা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা সেসবই তখন দেখতাম’। তিনি আরও বলেন, ‘আমি ছবিতে থাকলে ওকেও আমাকে নিতে হত। কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হত। শুভশ্রীর (Dev-Subhashree) মধ্যে যদি সেই সারল্যটাই না থাকত, তবে অন্য কাউকে বেছে নিতে হত’।

Dev-Subhashree controversy after dhumketu release

কী বলেছেন অভিনেতা: শোনা যায়, দেব (Dev-Subhashree) নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজের প্রযোজিত প্রথম ছবিতে শুভশ্রীকে কাস্ট করবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই কি ‘ধূমকেতু’তে দেখা গিয়েছে তাঁকে? উত্তরে কার্যত বিষ্ফোরণ ঘটিয়ে দেব জবাব দেন, শুভশ্রী (Dev-Subhashree) চরিত্রের জন্য যথাযথ না হলে তাঁকে ছবিতে নেওয়া হত ঠিকই, তবে মুখ্য চরিত্রে নয়। হয়তো অন্য কোনও চরিত্রে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত।

আরও পড়ুন : বাংলা বলায় ‘বাংলাদেশি’ তকমা, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

নেটপাড়ায় চলছে সমালোচনা: দেবের এই মন্তব্য নিয়ে ছিছিক্কার শুরু হয়েছে দর্শক মহলে। অনেকে বলছেন, দেবের কথার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে দুই সন্তানের মা হয়ে সারল্য হারিয়ে ফেলেছেন শুভশ্রী (Dev-Subhashree)। এমনকি শুভশ্রী ভক্তরা এও দাবি করছেন, শুধুমাত্র প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে অভিনেত্রীকে। ধূমকেতুর প্রিমিয়ারে নাকি ঠিকভাবে আমন্ত্রণই পাননি শুভশ্রী (Dev-Subhashree), ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমন গুঞ্জনও। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন অভিনেত্রী।

আরও পড়ুন : ছন্দে ফিরল জি বাংলা, নম্বর বাড়িয়ে পুরনো স্থান দখল ‘ফুলকি’র, সেরার সেরা কে?

অপর একটি সাক্ষাৎকারে দেবের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভশ্রী বলেন, একজন সংবেদনশীল মানুষ কীভাবে এমন কথা বলতে পারেন তা তাঁর জানা নেই। পার্শ্বচরিত্রে অভিনয় করতে তাঁর কোনোদিনই অসুবিধা ছিল না। তিনি ‘সন্তান’ ছবিতে অভিনয় করেছেন। তাঁর কাছে ছবির চরিত্রটাই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ এ এমন একটা অসম্মানজনক মন্তব্য! যেখানে একজন হিরোইনের সঙ্গে তিনি ছবির প্রচার করছেন। আর কি কখনও দেশু জুটিকে একসঙ্গে পাওয়া যাবে? উত্তরে ব্যাঙ্গাত্মক স্বরে শুভশ্রী বলেন, ‘জানি না, মা হয়ে গিয়েছি। চেহারায় সেই সারল্য তো নেই’।