বাংলাহান্ট ডেস্ক : প্রায় এক দশক পর মুক্তি পেয়েছিল ‘ধূমকেতু’। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Dev-Subhashree) জুটির শেষ ছবি হিসেবে ব্যাপক চর্চিত হয়েছিল ধূমকেতু। ২০২৫ এর বক্স অফিসে সবথেকে সফল ছবিও ছিল এটিই। একই সঙ্গে তখন প্রশ্ন উঠেছিল, আর কি একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে না দেব শুভশ্রীকে? তার উত্তর মিলল ২০২৬ এ এসে।
ফের জুটি বাঁধছেন দেব শুভশ্রী (Dev-Subhashree)
বছরের শুরুতেই বড় সুখবর দিলেন দেব শুভশ্রী। নতুন বছরেই আবারও জুটি বেঁধে ফিরছেন তাঁরা। ধূমকেতুর ট্রেলার লঞ্চে সব জল্পনার অবসান ঘটিয়ে একই মঞ্চে একসঙ্গে ধরা দিয়েছিলেন তাঁরা। নিজেদের ছবির গানে নাচতেও দেখা গিয়েছিল দুজনকে। সেই অনুষ্ঠানেরই কিছু ঝলক আবারও শেয়ার করে বড়সড় ইঙ্গিত দিয়েছেন ‘দেশু’ জুটি।

কেমন হবে গল্প: জানা যাচ্ছে, আবারও একটি প্রেমের ছবিতেই জুটি বাঁধতে চলেছেন দেব শুভশ্রী (Dev-Subhashree)। এও শোনা যাচ্ছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এর প্রযোজনাতেই তৈরি হবে ছবিটি। তবে ছবির পরিচালনা কে করবে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : একসময়ের ব্যস্ত স্টেশন এখন পরিত্যক্ত, ৫ মাস অতিক্রান্ত, কবে চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন?
চুটিয়ে প্রচার করেছেন দেব শুভশ্রী: প্রসঙ্গত, ধূমকেতুর প্রচারে কোনও খামতি রাখেননি দেব শুভশ্রী। একসঙ্গে ছবির প্রচারে গিয়েছেন। নৈহাটির বড়মার কাছেও পুজো দিতে গিয়েছিলেন দুজনে। প্রিয় জুটিকে একসঙ্গে দেখে আপ্লুত ছিলেন অনুরাগীরাও। কিন্তু ছবি মুক্তি পেতে না পেতেই ফের শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন : আদ্রা ডিভিশনে চালু হবে বন্ধ থাকা ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের
নতুন করে দূরত্ব তৈরি হয়েছিল দেব শুভশ্রীর মধ্যে। এমনকি সেই বিতর্কে জড়িয়েছিল রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রের নামও। অনেকেই ভেবেছিলেন আর বুঝি একসঙ্গে ছবি করবেন না তাঁরা। কিন্তু নিন্দুকদের ভুল প্রমাণ করে আবারও একসঙ্গে জুটি বাঁধছেন দেব শুভশ্রী।












