বাংলাহান্ট ডেস্ক : দেব (Dev) যেন রেসের ঘোড়া। থামতেই চাইছেন না। কিছুদিন আগেই ‘ধূমকেতু’ হয়ে এসে ঝড় তুলে দিয়েছিলেন বক্স অফিসে। শুরু থেকেই সে ছবি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। টলিউডে এক নয়া মাইলফলক তৈরি করেছিল ধূমকেতু। এবার পুজোয় দেব (Dev) আসছেন ‘রঘু ডাকাত’ হয়ে। তার আগে গ্র্যান্ড ট্রেলার মুক্তির আয়োজন হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
রঘু ডাকাত এর ট্রেলার লঞ্চে চমক দিলেন দেব (Dev)
একটা বড়সড় ধামাকার আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন দেব (Dev)। দেখা গেল ভুল কিছু বলেননি তিনি। টলিউডের একটা বড় অংশই হাজির ছিলেন এদিনের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের দেখা গেল অনুষ্ঠানে। এমনকি উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুক্মিনী মৈত্রও।
উপস্থিত ছিলেন টলি তারকারা: এদিন প্রসেনজিৎকে দেখা গেল দেবের (Dev) প্রশংসায় পঞ্চমুখ হতে। তিনি বলেন, দেব আরও ৩০ বছর রাজত্ব করুক। বড় চমক দিয়ে ‘রাজার রাজা’ এবং ‘এগিয়ে দে’ গানে নাচলেন অনির্বাণ ভট্টাচার্য। ওম এবং সোহিনীকেও দেখা গেল ‘মালা রে’ গানে মঞ্চ মাতাতে।
আরও পড়ুন : গ্রিন থেকে গোল্ড— ট্রাম্পের নতুন ভিসা খেলা! মার্কিন ‘গোল্ড কার্ড’ পেতে কত খরচ করতে হবে জানেন?
নেচে মঞ্চ মাতালেন দেব: ধামাকা করলেন দেবও (Dev)। খাঁড়া হাতে ‘জয় কালী’ বলে নাচতে দেখা গেল পর্দার রঘু ডাকাতকে। তাঁকে সঙ্গ দেন নুসরত, শ্রাবন্তী এবং পূজা। এবার পুজোয় দেবের বিপরীতে মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর ছবি। কিন্তু প্রতিযোগিতায় যাননি তিনি। তাঁর স্পষ্ট কথা, ১০ বছর পর দেবের (Dev) সঙ্গে, এই সুযোগ কেউ ছাড়ে নাকি!
আরও পড়ুন : অপারেশন সিঁদুরের পরেও থামেনি সন্ত্রাস, উধমপুরে সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদ জওয়ান
ইধিকা সহ দেবের প্রায় সব নায়িকাই এদিন উপস্থিত ছিলেন ট্রেলার লঞ্চে। উল্লেখ্য, ধূমকেতু মুক্তির পর খানিক বিতর্কও হয়েছিল দেব শুভশ্রীকে নিয়ে। অনেকেই ভেবেছিলেন, ফের বুঝি মনোমালিন্য শুরু হল তারকা জুটির। কিন্তু এদিনের শুভশ্রীর উপস্থিতি বদলে দিল ভক্তদের ধারণা।