দেবের সহ অভিনেতা, ৫ বছর ধরে ‘বেকার’, মুদির দোকান চালিয়ে চলে সংসার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সময় কখনও কারোর সমান যায় না। ভাগ্যের ফেরে খারাপ সময়ের মধ্যে দিয়েও যেতে হয় মানুষকে। বিশেষ করে অভিনয় জগতে অনিশ্চয়তার অভিযোগ করেন অনেকেই। একটানা কাজ থাকবে কিনা তা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। দেবের একসময়কার সহ অভিনেতা সুরজিৎ সেন (Surajit Sen)। মূলত খলনায়ক হিসেবেই তিনি পরিচিত ইন্ডাস্ট্রিতে। বেশ কিছু হিট ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু এখন আর সেই সুসময় নেই তাঁর।

৫ বছর ধরে কাজ নেই সুরজিতের (Surajit Sen)

দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল আর কোনও ছবিতে দেখা যায় না সুরজিৎকে (Surajit Sen)। সম্প্রতি অবশ্য নতুন করে চর্চায় উঠে এসেছিলেন তিনি। কারণটা অবশ্য অন্য। তাঁর স্ত্রী সম্প্রতি আঙুল তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। তারপরেই ফের সংবাদ মাধ্যমে উঠে আসে অভিনেতার নাম। এখন অবশ্য অভিনয় থেকে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে তাঁর।

Dev this co actor is without work for 5 years

অভিনয় করে কত উপার্জন করেছেন: ব্যারাকপুরের বাসিন্দা সুরজিৎ (Surajit Sen)। একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘ পাঁচ বছর হাতে কাজ নেই তাঁর। অবশ্য সুরজিৎ বলেন, ১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করেছেন তিনি। কিন্তু এত বছর অভিনয় করেও উপার্জন করতে পেরেছেন মাত্র ৫ লক্ষ টাকা। এখন অবশ্য নিজের ব্যবসা শুরু করেছেন সুরজিৎ (Surajit Sen)।

আরও পড়ুন : মরশুমের শেষেও বাজার আগুন, ১ কেজি ইলিশ বিকোচ্ছে ২০০০ টাকায়! ক্ষতির মুখে ট্রলার মালিকরা

মুদির দোকান চালান অভিনেতা: ব্যারাকপুরেই নিজের মুদির দোকান খুলেছেন তিনি। মূলত আইসক্রিম, ঠাণ্ডা পানীয় এসবই পাওয়া যায় সেখানে। ওই দোকান থেকেই তাঁর সংসার চলে। সুরজিৎ (Surajit Sen) বলেন, তৃণমূল আসার পর থেকেই টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : ঝুলে রইল SSC- চূড়ান্ত ফলাফল, ১০ নম্বর সংক্রান্ত মামলার রায়ে মাথায় হাত চাকরিপ্রার্থীদের

তবে তিনি এও বলেন, তাঁর এই কথা শুনে অনেকে ভাবতে পারেন যে তিনি হয়তো অন্য কোনও দল করতেন। কিন্তু তিনি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে সুরজিৎ স্পষ্ট করে দিয়েছেন তিনি আর ফিরতে চান না অভিনয়ে। নিজের ব্যবসাতেই মন দিতে চান।