পাঁচ ঘন্টা ধরে জেরা সিবিআইয়ের! বেরিয়ে দেব বললেন, ‘এনামুল হককে চিনি না’

বাংলাহান্ট ডেস্ক: ঝাড়া পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই (CBI) তদন্তকারীদের হাত থেকে ছাড়া পেলেন দেব (Dev)। মঙ্গলবার সাংসদ অভিনেতাকে নিজাম প‍্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল। নোটিস মেনেই সকালে সিবিআই দফতরে হাজির হয়ে যান দেব। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। দেব স্পষ্ট জানান, তিনি এনামুল হককে চেনেন না। কোনো টাকাও নেননি।

মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ নিজাম প‍্যালেসে হাজিরা দেন দেব। টানা পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিকেল চারটে নাগাদ বাইরে বেরোন তিনি। একটানা জেরার পর কিছুটা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দেব।

IMG 20220215 121924
তবে সাংবাদিকদের এড়িয়ে যাননি তিনি। ঘাটালের তৃণমূল সাংসদ জানান, তাঁকে একজন ব‍্যক্তির ব‍্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এমন কাউকে চেনেন না। দেব এও বলেন, আর হয়তো ডাক পাবেন না তিনি। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, দুবার ক‍রে দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রথমে তদন্তকারী অফিসারের জেরার সম্মুখীন হন তিনি। তারপ‍র আবার ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকও তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জানা যাচ্ছে, দেবের বয়ান সাক্ষ‍্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তার উপরে ভিত্তি করে আবারো দেবকে ডেকে পাঠানো হতেও পারে বলে শোনা যাচ্ছে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর মিলেছিল, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়ি সহ বহুমূল‍্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেবকে সিবিআই তলব।

একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই কয়লা ও গরু পাচার কাণ্ডে রাজ‍্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাধিক রাজনৈতিক ব‍্যক্তিত্বকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে। সেই তালিকায় এবার দেবের নাম জড়াতেই চাঞ্চল‍্য ছড়িয়েছে রাজ‍্য রাজনীতিতে। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এ সমস্ত অভিযোগ করা হচ্ছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর