ভয়াবহ অগ্নিকাণ্ড ধানবাদে, তিন শিশুসহ মৃত ১৪! আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Accident) সাক্ষী থাকল ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদ। এখনও পর্যন্ত ধানবাদের বহুতলে (High rise building) অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের (Death) মধ্যে রয়েছে তিনজন শিশু। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রের খবর, আশীর্বাদ অ্যাপার্টমেন্টে আটকে রয়েছেন এখনও অনেক মানুষ। ধানবাদের এই অ্যাপার্টমেন্টটি একটি অভিজাত এলাকায় অবস্থিত।

এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। দমকলের (Fire Brigade) কাছে এখন চ্যালেঞ্জ আবাসনের ভেতর যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করা। এই ঘটনায় এখনও পর্যন্ত জখম হয়েছেন অন্তত চারজন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। উদ্ধারকার্যের উপর আমরা নজরদারি চালাচ্ছি।

পাশাপাশি মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। অন্যদিকে, দমকল জানিয়েছে যে বিলাসবহুল এই ফ্ল্যাটে কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কিন্তু এত বিলাসবহুল ফ্ল্যাটে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণ কি সেটাই এখন প্রশ্ন।

fire 3 2

প্রসঙ্গত, গত শনিবার ধানবাদে ঘটে যায় আরও একটি মর্মান্তিক আগুন লাগার ঘটনা। সেই ঘটনায় মৃত্যু হয় এক বাঙালি চিকিৎসক দম্পতির। পাশাপাশি আরও চারজন মারা যান এই অগ্নিকাণ্ডের ঘটনায়। সেই ঘটনার আতঙ্ক কাটার আগেই ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ধানবাদ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর