মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের ব্যাপারে আমি নিশ্চিত: দেবেন্দ্র ফড়নবিস

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সরকার গঠন নিয়ে রাজ্যে চরম অচল অবস্থার সৃষ্টি হয়েছে৷ এক দিকে আড়াই আড়াই বছরের দাবি অন্য দিকে দাবিতে কার্যত মদত দিতে নারাজ গেরুয়া বাহিনী আর এই নিয়েই যাবতীয় জল্পনার জটে কার্যত শিকেয় উঠেছে মহারাষ্ট্র সরকার গঠনের প্রক্রিয়া৷ আর জট কাটাতে ইতিমধ্যেই রাজধানী শহর দিল্লিতে এসে পৌঁছেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ অমিত শাহের সঙ্গে বৈঠকও সম্পন্ন হয়েছে তাঁর৷untitled 15

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফড়নবিশ জানিয়েছেন, তিনি কোনো পক্ষের বা বিপক্ষের হয়ে কথা বলতে রাজি নন তবে এবার আবারও নতুন সরকার শপথ নেবেন এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি পাশাপাশি সরকার গঠনের ব্যাপারে নিশ্চয় তা প্রকাশ করেছেন দেবেন্দ্র৷ এমনিতেই শর্ত মেনে বিধানসভা নির্বাচনে জোট বেঁধেছিল শিবসেনা ও বিজেপি৷

যদিও নির্বাচনে বেশি ফলাফল গেছে বিজেপির ঝুলিতে কিন্তু যেহেতু শর্ত মেনেই জোট বেঁধেছিল তাই নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই 50-50 দাবি তুলেছে শিবসেনা৷ অর্থা আড়াই আড়াই বছর করে সেনা শিবির এবং বিজেপির তরফে মুখ্যমন্ত্রিত্ব রাখার দাবি জানানো হয়েছে৷ যে দাবি মোটেও মানতে চাইছে না বিজেপি, তাই তো এই অচলাবস্থার মধ্যেই দিল্লিতে মোদীর দ্বারস্থ হলেন ফড়নবিশ৷

উল্লেখ্য সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি 105 টি আসন পেয়েছে অন্যদিকে শিবসেনা পেয়েছে 56, যেহেতু জোটের মধ্য দিয়েই সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি তাই তো এবার বেঁকে বসেছে শিব সেনা৷ তবে ফড়নবিসের অনুমান কতটা সত্যি হয় তা দেখা কার্যত সময়ের অপেক্ষা৷

সম্পর্কিত খবর