শারদীয়ার বাংলায় ‘দেবী চৌধুরানী’র বাজিমাত, এবার জাতীয় স্তরে ঝড় তুলবেন শ্রাবন্তী-প্রসেনজিৎ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর পুজোয় মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’ (Devi Choudhurani)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবিটি দর্শক মহলে মন্দ সাড়া ফেলেনি। বক্স অফিসের প্রতিযোগিতায় না থাকলেও ছবিটি আলোচনায় থেকেছে দর্শকদের মধ্যে। আর এবার জাতীয় স্তরে মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’ (Devi Choudhurani)।

জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরানী’ (Devi Choudhurani)

আগামী ১০ অক্টোবর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে ছবি নির্মাতাদের তরফে লেখা হয়েছে, বাংলার মানুষের ভালোবাসা পেয়ে এবার আমাদের জয়যাত্রা সারা ভারতে।

Devi Choudhurani to release nation wide

বীরাঙ্গনার চরিত্রে শ্রাবন্তী: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি ‘দেবী চৌধুরানী’ (Devi Choudhurani) বাংলা চলচ্চিত্র জগতে বড় মাইলফলক। দীর্ঘ অপেক্ষার পর পুজোয় মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবিতেই প্রথম বার এমন ভিন্ন ধারার চরিত্রে দেখা মিলল শ্রাবন্তীর।

আরও পড়ুন : দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন RSS কর্মীরা, পৌঁছে দিলেন ত্রাণ

মুগ্ধ করেছেন প্রসেনজিৎ: বীরাঙ্গনা ডাকাত রানী দেবী চৌধুরানীর (Devi Choudhurani) চমকে দিয়েছেন শ্রাবন্তী। তবে বিশেষ ভাবে নজর কেড়েছেন প্রসেনজিৎ। ভবানী পাঠকের ভূমিকায় তাঁর অভিনয় আলাদা করে নজর কেড়ে নিয়েছে।

আরও পড়ুন : ‘কোনও গোপনীয়তা নয়, ফের অযোগ্যদের তালিকা প্রকাশ করুন’, ২৬০০০ মামলায় SSC-কে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তী এবং দর্শনা বণিকদের মতো তারকাদের। তাঁদের অভিনয়ও প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবার জাতীয় স্তরে দর্শকদের মুগ্ধ হওয়ার পালা দেবী চৌধুরানী দেখে।