বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Puja) সূচনা ঘিরে আনন্দে মেতেছে গোটা বঙ্গবাসী। রাস্তায় রাস্তায় মানুষের ঢল। দুই বছর ধরে করোনা মহামারীর কারণে উৎসব কিছুটা ফিকে হলেও এ বছর দিকে দিকে জনসমাগম। তবে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব মাঝেও বাদ গেলো না রাজনৈতিক বিতর্ক। তৃণমূল (Trinamool Congress) বনাম বিজেপি (BJP) দ্বন্দ্বে এবার মা দুর্গাকে নিয়েও দেখা গেল রাজনীতি।
ঘটনার সূত্রপাত কিভাবে? হুগলির গুড়াপ এলাকায় মা দুর্গার হাতে ত্রিশূল-এর পরিবর্তে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আর তা নিয়েই বর্তমানে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। তৃণমূলের পতাকা প্রসঙ্গে এক দলীয় নেতা পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘৬০০০০ টাকা অনুদান’ প্রসঙ্গে মন্তব্য করলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
সম্প্রতি, হুগলির গুড়াপ গ্রাম পঞ্চায়েতের হাসামপুর এলাকায় মা দুর্গার হাতে দেখা যায় তৃণমূলের দলীয় পতাকা। এক্ষেত্রে মায়ের হাতে ত্রিশূলের পরিবর্তে তৃণমূলের পতাকা কি করছে, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেয় বিজেপি।
এই বিতর্ক আরো বাড়িয়ে তৃণমূল নেতা লক্ষণ মণ্ডল বলেন, “প্রতিটি পুজো কমিটিকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি উন্নয়ন করে চলেছেন। আমাদের টাকা দিয়ে সাহায্য করেছে বলেই পুজো করা সম্ভব হচ্ছে।”
তৃণমূল নেতার এহেন মন্তব্যের পরে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় বিতর্ক। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের কোনো জবাব না মিললেও অপরদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, “মা দুর্গা তৃণমূলের পতাকা নিয়ে রয়েছে। এটাই দেখার বাকি রয়ে গিয়েছিল। মা দুর্গা তৃণমূলের প্রচার করে চলেছে, এটাই ওরা দেখানোর চেষ্টা করছে। আসলে অনুদান দিয়ে সকল ক্লাবগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে চলেছে শাসক দল।”