বাবা করিয়ে দেয়নি! নিয়োগ দুর্নীতির মাঝেই বিষ্ফোরক বিধায়ক-কন্যা দেবলীনা কুমার

বাংলাহান্ট ডেস্ক: নাচের দক্ষতার পর এখন অভিনয় দিয়েও ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়ে উঠছেন দেবলীনা কুমার (Devlina Kumar)। তাঁর একটি বড় পরিচয়, তিনি মহানায়ক উত্তম কুমারের নাতবউ। এছাড়াও তাঁর আরো একটি পরিচয় রয়েছে। তিনি তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র মেয়ে। তবে এই পরিচয়টার জেরে মাঝেমাঝে কটাক্ষও সইতে হয় দেবলীনাকে।

কখনো রাস্তাঘাটে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে দেবলীনাকে শুনতে হয়, বিধায়ক কন্যা হয়েও এসব সহ্য করতে হচ্ছে? এমনকি ছোট থেকেই তাঁকে শুনতে হয়েছে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে মেয়েকে নানান সুবিধা পাইয়ে দিয়েছেন বাবা। এবার ট্রোলারদের পালটা কটাক্ষ করলেন দেবলীনা।

devlina kumar

একটি রেজাল্টের ছবি শেয়ার করেছেন তিনি। আট বছর আগেকার SET পরীক্ষার ফলাফলের ছবি সেটা। রেজাল্টে প্রথম স্থানে জ্বলজ্বল করছে দেবলীনার নাম। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ফোন অ্যালবামে এই স্ক্রিনশটটা খুঁজে পেলাম। প্রায় আট বছর হয়ে গেল, আমি SET পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম’।

এরপরেই কটাক্ষের সুরে দেবলীনা লেখেন, ‘যারা জানেন না, এটা পিএইচডি কোর্সের জন্য একটি অনলাইন প্রবেশিকা পরীক্ষা। অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে’। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেভাবে রাজ্য সরকার কোণঠাসা হয়ে পড়েছে এমতাবস্থায় দেবলীনার এই পালটা কটাক্ষ যথেষ্ট অর্থপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা।

দেবলীনা এর আগে জানিয়েছিলেন, দিল্লি বোর্ডের পরীক্ষায় সাইকোলজিতে সারা দেশের মধ্যে তৃতীয় হয়েছিলেন দেবলীনা। তখনো তাঁকে শুনতে হয়েছিল যে সেটাও তাঁর বাবাই করিয়ে দিয়েছেন রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে। পেশাগত জীবনেও এমনটা শুনতে হয়েছে বলে দাবি করেছিলেন দেবলীনা। তবে এখন পালটা তোপ দাগতে শিখে গিয়েছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর