‘নুসরতের বিয়ে ভেঙে গেল, তোমরা সাবধানে থেকো’, নিজের বিয়েতে মুখ‍্যমন্ত্রীর ছবি শেয়ার করতেই কটাক্ষ দেবলীনাকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া ট্রোলের সঙ্গে পুরনো পরিচয় দেবলীনা কুমারের (devlina kumar)। কখনো শরীরচর্চার জন‍্য, কখনো স্ট্রেচ মার্কসের জন‍্য কটাক্ষের শিকার হয়েই থাকেন তিনি। তবে ট্রোলকে উপেক্ষা করার পাত্রী নন দেবলীনা। বরং প্রতিবারই সপাটে উত্তর দিয়ে দুরন্ত কামব‍্যাকেই বিশ্বাসী তিনি। এবারে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে (mamata banerjee) জড়িয়েই একটু বিপাকে পড়লেন মহানায়কের নাতবৌ।

সম্প্রতি বিয়ের বিভিন্ন রীতি অনুষ্ঠানের স্মৃতি ফিরে দেখছিলেন দেবলীনা। টুকটাক ছবি শেয়ার করছিলেন নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে। সাম্প্রতিক যে ছবিটি তিনি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। গৌরব ও দেবলীনার বিয়েতে উপস্থিত হয়ে নবদম্পতিকে উপহার দিতে দেখা যাচ্ছে তাঁকে।


ছবিটি শেয়ার করতেই ট্রোলের সম্মুখীন হতে হয়েছে দেবলীনাকে। একজনের কটাক্ষ, ‘বাপের পয়সা আর পলিটিক‍্যাল পাওয়ার থাকলে চাঁদে গিয়ে একদান খেলে আসা যায়’। আবার একজন লিখেছেন, ‘নুসরতের বিয়েতেও গিয়েছিলেন। ওর বিয়ে ভেঙে গেল। তোমরা সাবধানে থাকো’। কয়েকজনের আবার কৌতূহল মুখ‍্যমন্ত্রী কী উপহার দিলেন দেবলীনা গৌরবদের?

https://www.instagram.com/p/CR5rm4NNnVt/?utm_medium=copy_link

অবশ‍্য দেবলীনা নিজেও এক বড়সড় ভুল করে বসেছেন। স্বয়ং মুখ‍্যমন্ত্রীর পদমর্যাদা ভুল লিখে বসেছিলেন তিনি। ছবির ক‍্যাপশনে তিনি প্রথমে লিখেছিলেন, ‘যখন রাজ‍্যের প্রধান আপনার বিশেষ দিনে আশীর্বাদ দিতে উপস্থিত থাকেন।’ দেবলীনার ভুল চোখে পড়তেই তাঁকে শুধরে দেওয়ার ভার নেন নেটনাগরিকরা। রাজ‍্যের প্রধান রাজ‍্যপাল, মুখ‍্যমন্ত্রী রাজ‍্যের শাসনব‍্যবস্থার প্রধান।


দেবলীনাও নিজের ভুল শুধরে নেন তারপরেই। তবে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি অনেককেই। কয়েকজনকে উচিত জবাবও দিয়েছেন তিনি। কয়েকজন দেবলীনা গৌরবের বিবাহ বার্ষিকী ভেবে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তবে নম্র ভাবেই অভিনেত্রী উত্তর দিয়েছেন যে আজ নয়, ৯ ডিসেম্বরে তাঁর বিবাহ বার্ষিকী।

সম্পর্কিত খবর

X