সৌরভ গাঙ্গুলীর ২৫ বছরের অক্ষত রেকর্ড ভেঙ্গে গুড়িয়ে দিলেন ডেভন কনওয়ে

বাংলা হান্ট ডেস্কঃ 1996 সালে ভারতের জার্সিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইংল্যান্ডের লর্ডসের মাটিতে 131 রানের অপরাজিত ইনিংস খেলে বিরাট রেকর্ড গড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। এক বাঙালির বাটে লর্ডসে তৈরি হয় ইতিহাস। 25 বছর অক্ষত থাকার পর অবশেষে ভেঙে গেল সেই রেকর্ড। রেকর্ডটি ভাঙলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে।

1972 সালে 8 ই জুলাই জন্মগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি। উল্লেখযোগ্যভাবে সেই একই দিনে অর্থাৎ 8 ই জুলাই জন্মগ্রহণ করেন ডেভন কনওয়ে, তবে তিনি গাঙ্গুলীর থেকে 19 বছর পর জন্মগ্রহণ করেন। ঘটনাচক্রে দুজনেই ডানহাতি মিডিয়াম পেসার এবং বাঁহাতি ওপেনার অর্থাৎ দুজনের মধ্যে মিল রয়েছে অনেকটাই।

n286227728d724c6a2f25058369ae1619a982ae586828d2e6bdf3f8f6ca3586b2bbc0ee683

নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা সেই কারণে নিউজিল্যান্ডের হয়ে খেলার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছিল তার। তবে গত বছর মার্চ মাসে আইসিসির তরফ থেকে অনুমতি পেয়ে যায় তারপর থেকেই তিনি নিউজিল্যান্ডের হয়ে নিয়মিত খেলে চলেছেন ডেভন কনওয়ে। কিছুটা দেরিতে শুরু করলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলতে শুরু করেছেন ডেভন কনওয়ে।

Udayan Biswas

সম্পর্কিত খবর