ভ্যাকসিন নিলেই মিলবে ফ্রি বিয়ার! দেশবাসীর টিকা নেওয়ার অনীহা দূর করতে, অভিনব পন্থা আমেরিকায়

বাংলাহান্ট ডেস্কঃ ভ্যাকসিন (vaccine) নিতে অনীহা! এই প্রবণতাকে দূর করতে এক অভিনব পন্থা বের করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। আগামী ৪ ঠা জুলাই সুপার পাওয়ার আমেরিকার (america) স্বাধীনতা দিবস। আর সেই দিনের মধ্যেই দেশের অন্তত ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে করোনার একটি করে ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন জো বাইডেন।

করোনার প্রথম পর্বে সর্বাধিক সংক্রমিত এবং মৃতের তালিকায় প্রথম সারিতে ছিল আমেরিকা। মৃত্যু মিছিলে পরিণত হয়েছিল আমেরিকার রাস্তা। সেই সময় ভারতও ঝাঁপিয়ে পড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমেরিকার দিকে। তবে বর্তমানে করোনার দ্বিতীয় পর্বে কিছুটা হলেও কম সংক্রমণ দেখা যাচ্ছে আমেরিকায়। তার কারণ ভ্যাকসিন প্রয়োগে বেশিকিছুটা এগিয়ে রয়েছে বাইডেনের দেশ।

1609197443 5fea6783078c0 biden

এরই মধ্যে আবার আগামী ৪ ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস হওয়ায়, টিকাকরণ নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন। আমেরিকায় এখনও অবধি ১৩৩.৬ মিলিয়ন মানুষ করোনা ভ্যাকসিনের দুটো ডোজই সম্পূর্ণ করেছেন এবং ৬২.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ একটি ডোজ নিয়েছেন। কিন্তু দেখা গেছে এই পর্যায়ে এসেও, অনেকেই টিকা নিতে অনীহা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে টিকা নেওয়ার আগ্রহ তৈরি করতে এক অভিনব পন্থা বের করলে বাইডেন প্রশাসন।

৪ ঠা জুলাইয়ের আগে এই গোটা জুন মাসকে বাইডেন প্রশাসন নাম দিয়েছে ‘month of action’। সেইসঙ্গে আরও এক ঘোষণা করে বাইডেন প্রশাসন জানিয়েছে, করোনার ভ্যাকসিন নিলেই, প্রাপ্ত বয়স্কদের জন্য রয়েছে এক বোতল করে ফ্রি বিয়ার। ধারণা করা হচ্ছে, এইভাবে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।

beer 1 1

তবে এখানেই শেষ নয়, দেশবাসীর মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বৃদ্ধি করতে পূর্বেও একাধিক অফার ঘোষণা করেছে মার্কিন সরকার। যেমন- বেশকিছু জায়গায় টিকা নেওয়ার বদলে আর্থিক উপহারও দেওয়া হয়েছিল, আবার কোন জায়গায় তো অফিস কর্মচারিদের বেতন-সহ ছুটিও দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয় অনেক জায়গায় আবার টিকা নিলে দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিটও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর