বাংলা হান্ট ডেস্কঃ ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) জন্য বাজেট বরাদ্দ করেনি কেন্দ্র। সংসদে ঘাটালের সাংসদ দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্পে কোনও অর্থ বরাদ্দ নেই। রাজ্য চাইলে বিকল্প উৎস থেকে অর্থ জোগাড় করতে পারে। এই পরিস্থিতিতে নিজেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্ভাবনা তৈরি হয়েছে, রাজ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিতে পারে।
কেন্দ্রের পরিবর্তে দায়িত্ব নিতে চলেছে রাজ্য
ঘাটাল সহ আশপাশের এলাকায় বন্যা রোধে বহুদিন ধরেই এই প্রকল্পের দাবি ওঠে। এবার কেন্দ্রের পরিবর্তে দায়িত্ব নিতে চলেছে রাজ্য নিজেই। কেন্দ্র জানিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) প্রকল্পটি বিনিয়োগ ছাড়পত্র পেলেও, তা Flood Management Programme (FMP)-এ অন্তর্ভুক্ত হয়নি। কারণ, FMP-র অধীনে নতুন প্রকল্প নেওয়ার জন্য মাত্র ৩০০ কোটির সীমিত বাজেট রয়েছে। তার উপর রাজ্য সরকার এই প্রকল্প Flood Plain Zoning (FPZ) নীতিমালা বা উপযুক্ত নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের শর্তও পূরণ করেনি। ফলে কেন্দ্রীয় সাহায্যের যোগ্যতা পায়নি প্রকল্পটি।
উল্লেখ্য, ১৯৫৯ সালে মান সিং কমিটির রিপোর্টে প্রথম উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কথা। যোজনা কমিশনের ছাড়পত্র পেতে লেগে যায় প্রায় ২০ বছর। বাম আমলে উদ্যোগ নেওয়া হলেও প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ফের পরিকল্পনা জোরালো হয়, কিন্তু কেন্দ্রের আর্থিক সাহায্য বারবার আটকে যায়।
আরও পড়ুনঃ ছাব্বিশে তৃণমূল পাবে না ৭০টাও, কি করতে হবে? বিশেষ নম্বর প্রকাশ করে জানিয়ে দিলেন মিঠুন
রাজ্যের অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প হিসেবেই পরিকল্পনা হয়েছিল, কিন্তু অর্থ বরাদ্দে কেন্দ্র বারবার পিছিয়ে এসেছে। ফলে রাজ্য নিজের উদ্যোগেই কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। বিগত বাজেটে প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বরাদ্দও হয়। যদিও ঘাটালের সাংসদ দেব জানিয়েছেন, পুরো প্রকল্প (Ghatal Master Plan) বাস্তবায়নে খরচ হবে প্রায় ১৫০০–২০০০ কোটি টাকা। সংসদে দেব বাইরের অর্থপ্রদানকারী সংস্থার সাহায্যের প্রসঙ্গ তোলায় কেন্দ্র লিখিত উত্তরে জানিয়েছে, রাজ্য চাইলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আর্থিক সহায়তা নিতে পারে।