চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে একটি খুন আজও আমাদের মনকে নাড়িয়ে দেয়। বাংলাদেশের জাতির জনক তথা প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মুজিবুর রহমানকে সপরিবারে খুন।এই ঘটনা আজও সবাইকে শিহরণ দেয়। দিনটি ছিলো ১৯৭৫ সালের ১৫ অগস্ট।
প্রায় সাড়ে চার দশক এই মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি কোথায় ছিলো তা বলতে চায়না ঢাকা পুলিশ। এই ঘটনার ৪৫ বছরের মাথায় ঢাকায় ধরা পড়েছে খুনি সেনা অফিসারদের একজন আবদুল মাজেদ।
তার মধ্যে অনেকেই পলাতক অনেকেই নিখোঁজ, আবার কয়েকজনের ফাঁসি হয়েছে। ধৃত মাজেদও ফাঁসির আসামী। বাংলাদেশ সরকার বলতে চায়নি দীর্ঘ দিন কোথায় ছিলেন।ধৃত জানায় গত ২০-২২ বছর ধরে কলকাতায় লুকিয়ে ছিল।
তবে কলকাতার কোথায় ছিল টাও সে জানায় নি। মঙ্গলবার রাতে তাকে ধরার পর জিজ্ঞাসাবাদ করা হয়।