প্রবীণ নাগরিকদের জন্য ধামাক অফার কেন্দ্রের, এই প্রকল্পের সুবিধা নিয়ে বার্ধক্য কাটান মহা সুখে

বাংলাহান্ট ডেস্কঃ প্রবীণ নাগরিকদের (senior citizen)জন্য বিশেষ কিছু প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার। প্রবীণ নাগরিকরা নিশ্চিন্তে এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করে রাখতে পারবেন। শেষ বয়সে নিশ্চিন্তে কাটাতে পারবেন তাদের সময়টা। সুদ পাওয়া যাবে ৭.৪ শতাংশ।

নীচে বিস্তারিত আলোচনা করা হল-

cash

পোস্ট অফিস মান্থলি স্কিম বা এমআইএস স্কিম (Post Office Monthly Income Scheme): এই স্কিমে টাকা বিনিয়োগ করলে প্রতি মাসেই টাকা পাবেন গ্রাহক। ৫ বছর পর্যন্ত টাকা বিনিয়োগের সুযোগ পাবেন গ্রাহক। এই প্রকল্পে সুদের হার থাকছে ৬.৬ শতাংশ।

সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Saving Scheme): ৫ বছর পর্যন্ত টাকা বিনিয়োগের সুযোগ পাবেন গ্রাহক। এই প্রকল্পে গ্রাহককে ৬০ বছর বা তাঁর বেশি বয়সী হতে হবে। তবে কিন্তু অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার বেশি থাকলে, এই প্রকল্পের সুবিধা পাবেন না গ্রাহক। সুদের হার থাকছে ৭.৪ শতাংশ।

প্রধানমন্ত্রী ভায়া বন্দনা স্কিম (Pradhan Mantri Vaya Vandana Yojana): এই প্রকল্পে সুদের হার থাকছে ৭.৪ শতাংশ। অর্থ বিনিয়োগের জন্য গ্রাহকের বয়স নূন্যতম ৬০ বছর বা তার বেশিও হতে হবে। ঋণের সুবিধাও থাকছে এই প্রকল্পে। ১০ বছরের প্রকল্প এটি। গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন শুধুমাত্র ৩১ শে মার্চ ২০২৩ পর্যন্ত।


Smita Hari

সম্পর্কিত খবর