বাংলা হান্ট ডেস্ক: রাত পেরোলেই ধনতেরাস (Dhanteras)। বিশ্বাস করা হয় এই দিন সোনা, রুপো বা নতুন বাসন কিনলে সারা বছর সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। পাশাপাশি মা লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করেন। কিন্তু অনেকেই জানেন না, এই দিন এমন কিছু জিনিস কিনতে নেই যেগুলো কিনলে পরে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। আজকে প্রতিবেদনে জানানো হল আসন্ন ধনতেরাসে আপনি এবং আপনার পরিবারের দুর্ভোগ এড়াতে কোন কোন জিনিসগুলি কেনা উচিত নয়।
ধনতেরাসে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এই কেনাকাটায় (Dhanteras)
জ্যোতিষ শাস্ত্র মতে ধনতেরাসের (Dhanteras) দিনকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। এই দিন ঘরের ইতিবাচক ও আর্থিক সমস্যা মেটানোর জন্য বহু মানুষ সোনার , রুপোর গহনা। অথবা বাসনপত্র কিনে থাকেন। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো এই দিন কিনলে পড়ে ঘরে নেতিবাচক ও আর্থিক সমস্যা হতে পারে। জেনে নিন সেগুলো কি কি।
আরও পড়ুন: পেটপুজো এখনও চলছে? তাহলে ভাইফোঁটার মেনুতে থাকুক মাটন মালাইকারি, রইল রেসিপি
১) ধারালো জিনিস: ধনতেরাসের দিন কোন ধারালো বস্তু যেমন- ছুরি, কাঁচি, সূর্যের মতন জিনিসপত্র কেনা উচিত নয়। অনেকে বিশ্বাস করেন এই জিনিসগুলি সৌভাগ্যের পথে বাধা দিতে পারে।
২) লোহা অথবা স্টিলের বাসন: ধনতেরাসে (Dhanteras) বাসন কেনাকে শুভ বলে ধরা হয়। তবে চলতি বছর যে তো শনিবার ধনতেরাস পড়েছে তাই এই দিন লোহা বা স্টিলের বাসন না কেনাই ভালো। জ্যোতিষ শাস্ত্র মতে, শনিবার লোহা কিনলে শনি গ্রহে অশুভ প্রভাব পড়তে পারে।
৩) তেল অথবা ঘি: পুরান মতে, ধনতেরাসের দিন ঘি অথবা তেল কেনার শুভ নয়। কারণ এটিকে আর্থিক ক্ষতির প্রতীক হিসাবে মানা হয়। তাই প্রয়োজন পড়লে আগের দিন এই সকল জিনিস কিনে রাখা ভালো।
৪)কাচের জিনিস: কাঁচ দ্রুত ভেঙে যায়। এর ফলে মনে করা হয় এই সময় কাচের জিনিসপত্র কিনলে এটি আর্থিক স্থিতিশীলতার অভাব বা নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে। তাই এই সময় কাজের বাসন বা শোপিস কেন থেকে বিরত থাকুন (Dhanteras)।
[বি:দ্র: এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোন দায় নেই বাংলা হান্টের]