বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে আলোর উৎসব। পাশাপাশি চলতি সপ্তাহের শনিবার ধনতেরাস (Dhanteras)। এই দিন বহু মানুষ তাদের মা অথবা ঠাকুমাদের কাছ থেকে পাওয়া পুরনো গহনাগুলি এই দিন বার করে। বের করে সেগুলোর মধ্যে জমে থাকা ধুলো অথবা ঘাম ও কালচে সব গুলি তোলার চেষ্টা করে। তবে সোনার উজ্জ্বলতা আসলে থাকে তার সৌন্দর্যে।
ধনতেরাসের আগে সহজ ঘরোয়া টিপস দিয়ে সোনার গয়না উজ্জ্বল করুন (Dhanteras)
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ঘরোয়াভাবে গহনার মধ্যে থাকা কালো দাগগুলি তোলা আদতেও সম্ভব কিনা। উত্তর হবে হ্যাঁ। মাত্র এই কয়েকটি কৌশল (Tips) জানলে আপনি আপনার পুরনো গহনার ফিরে পাবেন আগের দীপ্তি। জেনে নিন সেই তিনটি টিপস (Dhanteras)।
আরও পড়ুন: ধনতেরসের আগেই সোনার দাম বৃদ্ধি, ১০ গ্ৰামের গহনা কিনতে কত খরচ হবে?
১) টুথপেস্টের উজ্জ্বল ছোঁয়া: একদম হালকা নন জেল টুথপেস্ট নরম ব্রাশে লাগান। এরপর সেটি গয়নার মধ্যে আলতো ভাবে ঘটতে থাকুন। দেখবেন বয়লার মধ্যে জমে থাকা ধুলো ময়লা গুলি নিমেশের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি সোনার আসল চকচকে ভাব ফিরে আসবে।
২) ব্রেকিং সোডা ও লেবুর মিশ্রণ: এক চামচ ব্রেকিং সোডার মধ্যে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে একটু পেস্ট তৈরি করুন। এরপর সেটি নরম কাপড়ের মধ্যে নিয়ে ভালোভাবে গহনার মধ্যে ঘষুন। এরপর মিনিট পাঁচে ক সেই ভাবে রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার গহনার মধ্যে থাকা কালচে দাগ দূর হয়ে গিয়ে নিমেষের মধ্যে উজ্জ্বলতা ফিরে এসেছে।
৩) সাবান ও হালকা গরম জলের ক্লিনিং ম্যাজিক: একটি পাত্রে গরম জল নিন। এরপর তাতে হালকা তরল সাবান মানে যে কোন ডিস ওয়াশার বা বেবি শ্যাম্পু মিশিয়ে নিন। তারপর গয়নাটিকে কয়েক মিনিট সেই জলে ভিজিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে কিছুটা আলতো করে ঘষলে সমস্ত ময়লা বেরিয়ে যাবে। তারপরই আপনি ধনতেরাস (Dhanteras) অথবা দিপালীর দিন সেই গহনা পড়তে পারেন।