বাংলা হান্ট ডেস্ক: সামনেই কড়া নাড়ছে আলোর উৎসব। পাশাপাশি চলতি সপ্তাহের শনিবার পড়েছে ধনতেরাস (Dhanteras)। পঞ্জিকা মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি হল ধনতেরাস। এই বছর যা পড়েছে ১৮ অক্টোবর। এই দিন থেকে ৫ দিনব্যাপী শুরু হয় দীপাবলি উৎসব। মনে করা হয়, এই সময় যে কোনো কিছু ঘরের কেনাকাটা করলে পরে ঘরে সারা বছর সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। পাশাপাশি ধনতেরাসের দিন ধনো সম্পত্তির দেবী লক্ষ্মী, ধনুকুবের ও স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করা হয়। এছাড়া এই সময় বহু মানুষ সোনা ও রুপোর গহনা কিনে থাকেন। সোনা ও রুপোর গহনার পাশাপাশি বেশ আরও অনেক কিছুই কেনেন। কিন্তু জানেন কি ভুল করে এমন কিছু জিনিস কিনলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তাই অন্য কিছু কেনার আগে জেনে নিন এই দিন কি কি কিনবেন।
ধনতেরাসে সোনা নয়! মা লক্ষ্মী খুশি হবেন এই জিনিসে (Dhanteras)
ধনতেরাসের (Dhanteras) সময় বহু মানুষ সোনা (Gold) কিনে থাকেন। তবে বর্তমানে সোনার দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এই মুহূর্তে সোনাকে না কষ্টসাপেক্ষ মধ্যবিত্তের কাছে। তাই আজকে প্রতিবেদনে জানানো হল ধনতেরাসের দিন আপনি সোনা অথবা রুপোর বদলে আর কি কিনতে পারেন। এছাড়াও এই দিন বহু মানুষ বাড়িতে পুজো করে থাকেন। ধনতেরাসের পুজোর শুভ সময় কখন। চলতি বছর ১৮ অক্টোবর ২০২৫ পড়েছেন ধনতেরাস (Dhanteras)। এবং এই পুজোর শুভ সময় হল সন্ধ্যা ৭ টা ১৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত। আর এই সময় আপনি কেনাকাটা করলে পরে সব থেকে শুভ ফল পাবেন।
আরও পড়ুন: ডায়েটের নামে অতিরিক্ত ফল খাচ্ছেন? অজান্তে ক্ষতি করছেন শরীরেরই, চিকিৎসকদের মতামত
ধনতেরাসে কী কী কিনলে জীবনে সমৃদ্ধি আসবে?
ধনতেরাস মানেই যে শুধুমাত্র সোনা কিনতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার বাজেটের মধ্যে এই নিম্নলিখিত জিনিস গুলো কিনতে পারেন। এগুলো কিনলে পরে আপনার সংসারে আসবে সুখ ও সমৃদ্ধি।
১) সোনা ও রুপো: সোনা ও রুপো মানুষের কাছে ভবিষ্যতের সঞ্চয়। এছাড়াও এই জিনিসটিকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচিত করা হয়। তাই আপনি ধনতেরাসের দিন সোনা ও রুপো কিনতে পারেন। তবে সোনা কেনার সময় সঠিক কাগজপত্র ও ওজন ঠিক করে দেখে নেওয়া একান্তই জরুরী।
২) নতুন বাসনপত্র: ধনতেরাসের দিন তামা অথবা পিতলের বাসন কেনাকে শুভ বলে মনে করা হয়। এটি কিনলে পরে সংসারে খাদ্যের অভাব থাকে না। পাশাপাশি বিশ্বাস করা হয়, বাসন কখনো খালি হাতে ঘরে আনা ভালো নয়। তাই ভেতরে চার অথবা মিশতে ভরে আনাকে শুভ বলে মনে করা হয়।
৩) ঝাড়ু: বহু মানুষ ধনতেরাসের (Dhanteras) দিন ঝাড়ু কেনেন। তবে কথিত আছে ঝাড়ুকে মা লক্ষ্মী প্রতিক হিসেবে ধরা হয়। তাই ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা মানে সংসারে থেকে দারিদ্র ও নেতিবাচকতাকে বাইরে বের করে দেওয়া।
৪) লক্ষ্মী ও গণেশের মূর্তি: ধনতেরাসের (Dhanteras) দিন লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি বা ছবি কিনলে পরে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও আটকে থাকার কাজ সমাধান হয়ে যায়। নতুন পথ প্রশস্তি হয়।
[বি:দ্র: এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোন দায় নেই বাংলা হান্টের]