বাংলা হান্ট ডেস্ক: অবশেষে এক যুগের অবসান ঘটলো। সোমবার দুপুরে শেষ নিঃশেষ ত্যাগ করলেন বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। যদিও এর আগে বেশ কিছুদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ধর্মেন্দ্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তবে আর সেই সুরক্ষা হল না, সোমবার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও এই প্রসঙ্গে পরিবারে তরফ থেকে এখনো কিছুই জানানো হয়নি।
ধর্মেন্দ্রর প্রয়াণে করণ জোহরের শ্রদ্ধা সমাজ মাধ্যমে, নীরব দেওয়ল পরিবার (Dharmendra)
সোমবার দুপুরে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘাটে আচমকাই ভিড় বাড়তে শুরু করে। পাশাপাশি নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে দেওয়া হয় সেই শ্মশান চত্বর। এরপরে হেমা মালিনী, সানি দেওল, আমির খান, অভিষেক বচ্চন এর মতন তারকরা এসে উপস্থিত হন। আর তখনই এই খবর জানাজানি হয়। তবে এখনো পর্যন্ত ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণে দেওল পরিবারের তরফ থেকে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। কিন্তু বলিউড প্রযোজক ও পরিচালক করন জোহরের শোকবার্তায় কিংবদন্তি অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে দিশেহারা হয়ে পড়েন ভক্তমহল।

আরও পড়ুন: শীতকালে সর্ষের তেলে মেশান মাত্র ৫টি জিনিস, চুলের আগা ফাটা থেকে গ্রোথ সব সমস্যার সমাধান
যদিও শেষবারের মতন করণ জোহারের মুভি ‘রকি অউর রানী’ ছবিতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। তবে সোমবার দুপুরে এই খবর শোনার পরেই প্রবীণ অভিনেতার মৃত্যুর সংখ্যার দানা বেঁধেছিল। এরপর ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রকে উদ্দেশ্য করে কারন জোহার লেখেন, “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধরণ সুদর্শন। এবং পর্দার তাঁরক কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। সিনেমার ইতিহাসের পাতায় বরাবর তাঁর উজ্জ্বল উপস্থিতি থাকবে। কিন্তু সর্বপরি, তিনি ছিলেন দারুণ একজন মানুষ।”
View this post on Instagram
প্রসঙ্গত, প্রায় ১৫ দিন ধরেই প্রবীণ অভিনেতা কে নিয়ে টানাপড়েন চলছিল। এমনকি শোনা গিয়েছিল, অভিনেতার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ অবনতি ঘটেছে। যার ফলে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। যদিও এর পর এই অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছন স্ত্রী হেমা মালিনী।
এরপর থেকেই তার অনুরাগীরা আরও উদ্বেগ প্রকাশ করেন। তবে খবর মেলার পর এই ভেন্টিলেশন এর তথ্য সম্পন্ন ভুল বলে জানান দেওল পরিবার। তবে মাঝখানে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন প্রবীণ অভিনেতা। কিন্তু রক্ষার হলো না। বাড়ি ফিরে আসার কিছুদিনের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তে অভিনেতা ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর ফলে বলিউডের নেমে এসেছে শোকের ছায়া।












