‘করোনা মানুষেরই পাপের ফল’, মত ধর্মেন্দ্রর

বাংলাহান্ট ডেস্ক: গোটা বিশ্বে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনা ‘ঝড়’। একের পর এক প্রথম বিশ্বের দেশ লুটিয়ে পড়েছে এর সামনে পড়ে। ভারতও রয়েছে কঠিন পরিস্থিতিতে। সাধ‍্যমতো যুদ্ধ চলছে করোনার বিরুদ্ধে। সারা বিশ্বজুড়ে মৃত‍্যুমিছিল দেখে ক্লান্ত মানুষ। এবার বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বললেন, এই করোনা আসলে মানুষেরই পাপের ফল। মানুষের জন‍্যই আজ এই ভয়াবহতা।
সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ধর্মেন্দ্র। ভিডিওর ক‍্যাপশনে লিখেছেন, ‘একজন সৎ মানুষ হয়ে জীবন যাপন করুন। ঈশ্বর সবদিক দিয়ে সাহায‍্য করবে আপনাকে।’ ধর্মেন্দ্রর বক্তব‍্য, “আজ মানুষ নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করছে। এই করোনা আমাদেরই খারাপ কাজের ফল। আমরা যদি মনুষ‍্যত্বের কথা চিন্তা করতাম, মনুষ‍্যত্বকে ভালবাসতাম তাহলে আজ এই দিন দেখতে হত না। এখনও সময় আছে, শিক্ষা নিন। মনুষ‍্যত্বকে ভালবাসুন, তাকে বাঁচিয়ে রাখুন।”

dharmendra 20161206 1200x1044 1

এরপর ধর্মেন্দ্র হাত জোড় করে আরও বলেন, “আজ আমি খুবই ব‍্যথিত। ওনার (ঈশ্বর) জন‍্য, নিজের জন‍্য, নিজের সন্তানদের জন‍্য, দুনিয়ার জন‍্য, মনুষ‍্যত্বের খাতিরে এক হন সবাই।” ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। বহু মানুষ লাইক করেছেন এই ভিডিও। অনেকেই একমত হয়েছেন অভিনেতার সঙ্গে।

একজন বলেছেন, ‘খুব সুন্দর কথা বলেছেন আপনি। নিজের যত্ন নিন।’ অপর এক টুইটার ব‍্যবহারকারী লিখেছেন, ‘জানিনা এরপরেও মানুষের বোধ হবে কিনা। এই পরিস্থিতিতে এইটুকু তো বোঝা গিয়েছে, মানুষের শুধু দুবেলার খাবার ও দুটো কাপড় চাই পরার জন‍্য।’ কন‍্য একজন ধর্মেন্দ্রকে সমর্থন করে লিখেছেন, ‘খুব সুন্দর কথা বলেছেন আপনি। একজন সুন্দর মনের অধিকারী ও সৎ মানুষই মনুষ‍্যত্বের কথা বলতে পারে। আপনার এই বার্তা করোনার বিরুদ্ধে যুদ্ধে মানুষকে সাহস যোগাবে। এইজন‍্যই সবাই আপনাকে ‘আ ম‍্যান উইথ গোল্ডেন হার্ট’ বলে।’


Niranjana Nag

সম্পর্কিত খবর