বাংলা হান্ট ডেস্কঃ সেই বিশ্বকাপের সেমিফাইনাল তারপর দীর্ঘদিন 22 গজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অবশেষে দেড় বছর পর আইপিএলের মাধ্যমে বাইশ গজে ফিরেছেন ধোনি। তবে দীর্ঘদিন পর ক্রিকেটের বাইশ গজে ফিরলেও একেবারেই ছন্দে নেই ধোনি। ধোনির ব্যাটে একেবারেই রান আসছে না। ইতিমধ্যেই ছন্নছাড়া ধোনির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। দাদা জানিয়েছেন, “দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ধোনি ওর ছন্দে ফিরছে এখন কিছুটা সময় লাগবে।”
এবার আইপিএলে ধোনি একেবারে নীচের দিকে ব্যাটিং করতে আসছেন। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাটিং করতে আসেন ধোনি কিন্তু শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। রাজস্থান রয়েলসের বিরুদ্ধেও সাত নম্বরে ব্যাটিং করেন ধোনি সেই ম্যাচে দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ধোনির ব্যাটিং পারফরম্যান্সের পরই ধোনিকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
গত ম্যাচে যখন একদম জেতার মত পরিস্থিতিতে ছিল চেন্নাই সুপার কিংস, সেই সময় 12 বলে মাত্র 10 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান মহেন্দ্র সিং ধোনি। তারপরই চেন্নাই সুপার কিংস হেরে যায়। এবার চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মুখ খুললেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।
কেকেআর ম্যাচ শেষে ধোনি প্রসঙ্গে কিংবদন্তি লারা বলেন, ” ধোনিকে বড্ড গোলমেলে লাগছে। সে নিজেই এই জায়গা তৈরি করেছে। আমার মনে হয় এবার সময় এসে গেছে অন্য ক্রিকেটারদের দিকে তাকানোর। কারন এখন ধোনির পক্ষে কোন কিছুই যাচ্ছে না।”