পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করায় দীপক চাহারকে এই বড় দায়িত্ব দিলেন ধোনি

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে চেন্নাইয়ের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মাত্র 106 রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 16 ওভারে হাতে রেখে ছয় উইকেট রেখেই ম্যাচ জিতে নেয় চেন্নাই।

এই ম্যাচে পাঞ্জাব কিংসকে এত কম রানে আউট করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চেন্নাইয়ের তরুণ বোলার দীপক চাহার। 4 ওভার বল করে মাত্র 13 রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন দীপক চাহার। দীপক চাহারের এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মাত্র 106 রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস।

n2716766322d3cf779092866f64bb7ceb3c17df829a2596e124d5c44fdb1f6561bd6b15893 2

ম্যাচ শেষে দীপক চাহারের বোলিংয়ের মারাত্মক প্রশংসা করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চাহারের বোলিংয়ের প্রশংসা করে ধোনি বলেন, “এই ম্যাচ জয়ে দীপক চাহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ডেথ ওভারে ও দারুন বোলিং করেছে। তবে শুধু ডেথ ওভারেই নয় এবার থেকে পাওয়ার প্লে-তেও ওকে দায়িত্ব নিতে হবে।” অর্থাৎ আগামী ম্যাচ গুলিতে দীপক চাহারকে একজন ডেথ বোলার হিসেবে ব্যবহার করার পাশাপাশি পাওয়ার প্লে-তেও ব্যাবহার করতে চান ধোনি। এই ম্যাচে ম্যাচের সেরাও হয়েছেন ধোনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর