বুথ থেকে হেঁটে বেরিয়ে এলেন ‘মৃত” রসুলাবিবি, ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

বাংলা হান্ট ডেস্কঃ আজব কাণ্ড ঘটে গেল পঞ্চম দফার ভোটের দিনে। মৃত ভোটারকে হেঁটে বেরিয়ে আসতে দেখা গেল বুথ থেকে। কীভাবে এটা সম্ভব হল? আসলে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের ভোটার সশরীরে জীবিত থাকলেও কাগজে কলমে মৃত। আর এই কারণে তিনি জীবিত থেকেও বুথে গিয়ে ভোট দিতে পারলেন না।

শনিবার পঞ্চম দফার ভোটের দিনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের কাপসীট প্রাইমারি স্কুলের ১১১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু বুথে গিয়েও তিনি ভোট দিতে পারলেন না। কারণ রসুলাবিবি খাতুন নির্বাচনের কমিশনের চোখে মৃত। আর সেই কারণে একুশের নির্বাচনে তিনি জীবিত থেকেও ভোট দিতে পারলেন না।

শনিবার সকালে রসুলাবিবি নিজের ভোটারকার্ড নিয়ে কাপসীট প্রাইমারি স্কুলের ১১১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু ওনাকে প্রিসাইডিং অফিসার জানিয়ে দেন যে, তাঁর নাম ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। আর সেই কারণে তিনি ভোট দিতে পারবেন না। প্রিসাইডিং অফিসারের কথা শুনে মন খারাপ করে বুথ থেকে বেরিয়ে বাড়ি চলে যান রসুলাবিবি।

316707 mrito

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের ক্ষোভ উগরে দেন। রসুলাবিবির এলাকার মানুষেরা অভিযোগ করে বলেন, শুধু রসুলাবিবিকেই না গ্রামের আরও কয়েকজনের নাম এভাবে ইচ্ছাকৃত ভাবে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর