গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে তিনি দীর্ঘদিন ক্রিকেটের বাইরে রয়েছেন, ঘরোয়া ক্রিকেটও খেলেন নি। এই পুরো সময়টা তিনি নিজের মতো করে কাটিয়েছেন। সকলেই ভেবেছিল এবার আইপিএলে হয়তো মাঠে নামতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
কিন্তু এই মুহূর্তে করোনার প্রকোপে দেশজুড়ে এমন পরিস্থিতি সৃস্টি হয়েছে যে আইপিএল না হওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে যদি আইপিএল না হয় তাহলে ভারতীয় দলে ধোনির ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। এমন পরিস্থিতি প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভির সরাসরি জানিয়ে দিলেন এই ভারতীয় ক্রিকেট দলে ধোনির আর কোন জায়গা নেই।
ভারতীয় দলে ধোনির কামব্যাক করার প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেছেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল যে জায়গায় দাঁড়িয়ে তাতে ধোনির কামব্যাক করার কোনো জায়গা নেই, কারণ এই ভারতীয় দলে তারাই সুযোগ পাবেন যারা ভারতের জন্য নিজের 100% দিতে পারবেন এবং ম্যাচ জেতাতে পারবেন। কিন্তু এই মুহূর্তে ধোনি যে পর্যায়ে ক্রিকেট খেলছেন তাতে কোন ভাবেই ধোনিকে দেখে মনে হয় না যে উনি এই ভারতীয় দলে নিজের 100% পারবেন। উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে গম্ভীর ধোনির থেকে অনেকটা এগিয়ে রেখেছেন কে এল রাহুলকে।