কথা না শোনায় রায়নার উপর মেজাজ হারান ধোনি, কড়া ভাষায় বকা দেন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সবাই ক্যাপ্টেন কুল হিসেবেই জানেন। প্রবল চাপের মধ্যেও মেজাজ হারান না ধোনি। যেকোনো পরিস্থিতি মাথা ঠান্ডা রেখেই সমাল দেন ধোনি এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেন। সাধারনত মাঠের মধ্যে সতীর্থদের বকাঝকা করতেও খুব একটা দেখা যায়না ক্যাপ্টেন কুলকে।

কিন্তু ধোনির কথা না শুনলে যে ধোনি মেজাজ হারান সেই কথাই জানালেন প্রাক্তন ভারতীয় পেসার আর পি সিং। কথা না শুনলে মেজাজ হারাতে দেখা গিয়েছে ধোনিকে। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নার বন্ধুত্বের কথা কারুরই অজানা নেই। 15 বছর ধরে আন্তর্জাতিক এবং আইপিএলে একই দলের হয়ে খেলছেন এই দুই ক্রিকেটার। এমনকি স্বাধীনতা দিবসের দিন এই দুই ক্রিকেটার একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।

তবে প্রিয় বন্ধু সুরেশ রায়নার উপর একবার খুব রেগে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই জানালেন প্রাপ্তন ভারতীয় পেসার আর পি সিং। এমনকি তিনি নিজেই সেই ঘটনার সাক্ষী ছিলেন বলেও জানিয়েছেন। আরপি সিং জানালেন আমরা একবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম। সেই সময় কভারে ফিল্ডিং করছিলেন সুরেশ রায়না। কিন্তু রায়না বারবার সামনে এগিয়ে চলে আসছিলেন, ধোনি তাকে পেছনে যেতে বললেও তিনি কথা শুনছিলেন না। এমন সময় রায়না একটি বল মিস করেন এবং ধোনি সেই সময় রেগে গিয়ে কড়া ভাষায় রায়নাকে পিছিয়ে যেতে বলেন।

X