দ্রুত গতিতে আসা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠান আনএকাডেমির একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যাচ্ছে। আনএকাডেমির তরফ থেকে ভিডিওটি টুইট করার কয়েক ঘণ্টার মধ্যে এই ভিডিওটি ১ মিলিয়নেরও বেশি লোক ভিডিওটি দেখেছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল- ‘লক্ষ্যের দিকে তাকান এবং প্রতিটি বাধা ভেঙে ফেলার সংকল্প রাখুন… এটাই একজনকে চ্যাম্পিয়ন করে! আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে, সবসময় জেনে রাখবেন যে কঠিন সময়ে, আপনাকে অবশ্যই ৭ নম্বর পাঠটি মনে রাখতে হবে…

ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে উইকেটরক্ষকের বেশে ট্রেনের চেয়ে দ্রুত ছুটতে দেখা যায়। লাল রংয়ের একটি উল্কাপিন্ড-কে এক হাতে গ্লাভস পড়ে ধরেন। আনএকাডেমির প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জাল জানিয়েছেন, এই ভিডিও তৈরি করতে প্রায় এক বছর লেগেছে।

ভিডিওটিতে শত শত মানুষ মন্তব্যও করেছেন। অনেকেই ধোনির পারফরম্যান্সের অর্থাৎ অভিনয়ের প্রশংসা করেছেন। ভিডিওতে, চলচ্চিত্র নির্মাতা বিভিএস রবি টুইট করেছেন যে এই গল্পে ধোনি ছাড়া আর কে মেলাতে পারে!

X