বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ এ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (mahendra singh dhoni) আজ সবাইকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেন। উনি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই ঘোষণা করেন। ধোনি নিজের সফরের একটি ভিডিও শেয়ার করে লেখেন, সন্ধ্যে ৭ঃ২৯ মিনিটকে আমার অবসরের সময় হিসেবে ধরা হোক। ধোনি শুক্রবার আইপিএল এর জন্য চেন্নাই যান, আর শনিবার তিনি জিমে গা ঘামান।
https://www.instagram.com/p/CD6ZQn1lGBi/
গত বছর ইংল্যন্ডে হওয়া ওয়ার্ল্ডকাপে নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালে হারের পর থেকে তিনি আর ক্রিকেটের মাঠে নামেন নি। উনি এই সময়ে কোন ঘরোয়া ক্রিকেটেও অংশ নেন নি। উনি বিশ্বকাপে হারের পর সেনার ট্রেনিংয়ের জন্য কাশ্মীরে যান। যদিও শোনা যাচ্ছিল যে, টি- ২০ ওয়ার্ল্ডকাপে তিনি খেলতে পারেন। তবে করোনার কারণে টি-২০ ওয়ার্ল্ডকাপ বাতিল হওয়ায় উনি আর খেলার সুযোগ পান নি।
দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট জীবনে অনেক কীর্তিমান স্থাপন করেছেন ভারতের এই ব্যাটসম্যান। এমনকি ওনার জীবনী নিয়ে একটি সিনেমাও হয়েছিল। আর সেই সিনেমায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। জানিয়ে দিই, ২০০৪ এ ধোনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাংলাদেশের সাথে। সেটি একদিনের ম্যাচ ছিল। ২৩ ডিসেম্বর ২০০৪ এ ভারতীয় দলের ১৫৮ নং ক্যাপ নিয়ে মাঠে নামেন ধোনি।
সেদিন চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে শুন্য রানে আউট হন তিনি। আর সেদিন তিনি রান আউট হয়েছিলেন। কাকতালীয় ভাবে, জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচের মতো শেষ আন্তর্জাতিক ম্যাচেও ধোনি রান আউটই হয়েছিলেন। আর শেষ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যন্ডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। আজ ধোনির অগণিত ভক্তরা এই দুটি দিনের কথা স্মরণ করছেন।