ম্যাচ জিতেও সন্তুষ্ট নন ধোনি! দিলেন CSK-র নেতৃত্ব ছেড়ে দেওয়ার হুমকিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL 2023) ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) নিজেদের ঘরের মাটিতে লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপারজায়ান্টসকে (LSG) হারিয়ে মরশুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। এর আগে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল তাদের। এই ম্যাচেও বেশ কঠিন লড়াইয়ের পরেই জয় এসেছে তাদের মুঠোতে। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

গতকাল মহেন্দ্র সিং ধোনি শেষ ওভারে ব্যাট করতে নেমেছিলেন এবং ৩ বলে ১২ রান করে আউট হন। শেষপর্যন্ত দেখা যায় ওই ১২ রানের ব্যবধানেই জয় পেয়েছে সিএসকে। অর্থাৎ মাহির ওই ক্যামিওটি ম্যাচে তফাৎ গড়ে দিয়েছিল। তারপরেও ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে এসে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

   

mahi

ধোনির আপত্তির জায়গা মূলত বোলারদের অতিরিক্ত নো বল এবং হোয়াইট বল করে এক্সট্রা রান দেওয়া নিয়ে। গতকাল যখন লখনউয়ের ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্স মারাত্মক আক্রমণ করছিলেন সিএসকে পেসারদের ওপর তখন লাইন ও লেংথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তুষার দেশপান্ডে, দীপক চাহাররা। বেশ কিছু ওয়াইড বলের পাশাপাশি নো বলও করেন তারা যা দেখে এক সময় মনে হচ্ছিল যে চেন্নাই ২১৭ রানের স্কোর করেও ম্যাচ জিততে ব্যর্থ হবে। যদিও তারপর স্পিনারদের দাপটে দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছিল চেন্নাই।

ধোনি সাক্ষাৎকার দিতে এসে শেষ ভাগে বলেন, “আর একটা জিনিস আমি নিজের বোলারদের বলতে চাইবো সেটা হল যত কম সম্ভব হোয়াইড বল করতে এবং নো বল একেবারেই না করতে। আমরা অনেক অতিরিক্ত রান দিচ্ছি প্রতিপক্ষদের। আর দু একবার ওয়ার্নিং দেবো তারপর তাদের কোনও নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে।”

চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ আগামী শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বাই ইন্ডিয়ান্সও হার দিয়েই নিজেদের আইপিএল অভিযান শুরু করেছে। মহেন্দ্র সিংহ ধোনি আপাতত একজন জেনুইন পেসারের অভাবে ভুগছেন। তবে দলে একাধিক তারকা স্পিনার রয়েছেন। কিন্তু পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে তাদের স্পিনাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর