দীর্ঘদিন ধরে ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটমহলে। এমনকি এই মুহুর্তে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে সব থেকে চর্চিত প্রশ্ন হল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কবে অবসর গ্রহণ করবেন? আর ধোনির অবসর জল্পনার মধ্যে ফের মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। এইদিন রবি শাস্ত্রী জানিয়েছে সামনের মরশুমে আইপিএলের পরেই জানা যাবে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ। তার আগে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অহেতুক সমালোচনা করা ঠিক নয়।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন যে বিশ্বকাপের সেমিফাইনাল এর পর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি ধোনিকে। তাই ধোনির ক্রিকেট ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে ধোনি কবে মাঠে নামছেন এবং মাঠে নামার পর ধোনি কেমন পারফরম্যান্স করছেন তার ওপরে। সেই সাথে শাস্ত্রী মনে করিয়ে দেন যে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে দেশের অন্যান্য উইকেটকিপাররা কেমন পারফরম্যান্স করছেন তার ওপর। অর্থাৎ এবার থেকে যে শুধু পারফরমেন্সের ভিত্তিতেই ধোনিকে দলে নেওয়া হবে সেটাই পরিষ্কার হয়ে গেল রবি শাস্ত্রির কথায়।
এই মরশুমে আইপিএল খুবই গুরুত্বপূর্ন হতে চলেছে ভারতের ক্রিকেটারদের কাছে। কারণ আইপিএল এর পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা হবে। কারন এই আইপিএলে যে সকল খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন তারাই সুযোগ পাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে।
এই মুহূর্তে ধোনির বিকল্প হিসেবে ধরা হয়েছে ঋষভ পন্থকে, কিন্তু তিনি সেই ভাবে পারফরম্যান্স করে দেখাতে পারছেন না। আর তাই অতিরিক্ত গুরুত্ব দিয়ে বিশ্বকাপের জন্য সঠিক দল নির্বাচন করতে পন্থকে ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠানো হয়েছে নিজের পারফরম্যান্স উন্নতি করার জন্য। আর এর থেকে বোঝাই যাচ্ছে যে আইপিএলই নির্ধারণ করবে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ।