ধোনির টিপস কাজে লাগিয়েই IPL-এ প্রথম ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন, নিজেই জানালেন ক্রিকেটার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে নিজেদের চতুর্থ জয় কাল তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের শুরুতে জাদেজার অধিনায়কত্বে সময়টা খুব একটা ভালো না গেলেও ধোনিকে অধিনায়কত্বে ফেরার পর ৩ ম্যাচের মধ্যে ২ টি-তেই জয় পেয়েছে তারা। কাল চেন্নাইয়ের দুরন্ত জয়ের নায়ক ছিলেন কিউয়ি তারকা ডেভন কনওয়ে। তার এবং ঋতুরাজের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপের কারণে ম্যাচ প্রথম থেকেই নিজেদের দখলে নিয়ে নেয় চেন্নাই।

কালকের ম্যাচে ৪৯ বলে ৮৭ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন কনওয়ে। মেরেছেন ৭ টি চার এবং ৫ টি ছক্কা। সেইসঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। চলতি মরশুমে প্রথমদিকে তাকে ওপেনার হিসাবে সুযোগ দিলেও তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি। ফলে দল থেকে বাদ দেওয়া হয় তাকে। গত মাসের শেষদিকে চেন্নাই সুপার কিংস শিবিরের সাথে নিজের বিবাহ উদযাপন করছেন। তারপর ফের সুযোগ পেতেই দুরন্ত ছন্দে কনওয়ে।

চেন্নাইয়ের গত তিনটি ম্যাচেই তিনি হাফসেঞ্চুরি করেছেন। কালকের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৬ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। আচমকা এমন দুরন্ত ফর্মে আসলেন কিকরে! ডেভন কনওয়ে পুরো কৃতিত্বই দিচ্ছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

কনওয়ে নিজে বলেছেন “আমি একটা ম্যাচে সুইপ করতে গিয়ে আউট হয়েছিলাম। তারপর ধোনি আমাকে সোজা ব্যাটে খেলার পরামর্শ দেন। তাই সেই টিপস কাজে লাগিয়েই ভালো স্টার্ট পাওয়ার পর আজ সেটিকে বড় রানে পরিবর্তিত করতে পেরেছে। তাই আমি ধোনিকেই এই সাফল্যের কৃতিত্ব দিতে চাই।” প্রসঙ্গত, কাল ধোনি নিজেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। তিনি ৮ বলে ২১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।

X