দ্রুততমা মহিলা দ্রুতি চাঁদ এবার আসতে চলেছেন রাজনীতিতে।

এই মুহূর্তে ভারতের দ্রুততমা মহিলা হলেন দ্রুতি চাঁদ। আর এবার এই দ্রুতি চাঁদ ইচ্ছা প্রকাশ করলেন রাজনীতিতে আসার। কিন্তু এই মুহুর্তেই তিনি সরাসরি রাজনীতিতে আসতে চাইছেন না। তিনি রাজনীতিতে প্রবেশের আগে অপেক্ষা করছেন নিজের অ্যাথলিটক্স কেরিয়ার শেষ হওয়ার।

এই দ্রুতি চাঁদের রয়েছে একশো মিটারে জাতীয় রেকর্ড। এইদিন দ্রুতি টুইট করে জানান ‘আমাদের পরিবারের অনেকেই রাজনীতির সাথে যুক্ত রয়েছে, আমার মা হলেন আমাদের গ্রামের সরপঞ্জ। তাই নিজের পরিবারের লোকজন এবং নিজের মা দেখে ছোটো থেকেই আমার রাজনীতিতে যোগদানের ইচ্ছা রয়েছে। সেই সাথে তিনি জানান আগে নিজের অ্যাথলিটক্স কেরিয়ার শেষ করবো তারপর যদি সুযোগ পাই তাহলে অবশ্যই দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। প্রশাসক হিসাবে মানুষের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।”

dutee chand

23 বছর বয়সী এই দ্রুতি চাঁদ 100 মিটার রেসে সোনা জিতেছিলেন আগস্ট মাসে ইন্ডিয়ান গ্রা প্রি ফাইভ প্রতিযোগিতায়।

তবে সমলিঙ্গে বিবাহ করতে চাওয়ার পরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দ্রুতি চাঁদ। তিনি কিছুদিন আগে দাবি করেছিলেন যে ভারতবর্ষে যাতে সমলিঙ্গে বিবাহ আইন সিদ্ধ হয়। কারণ তিনি তার এক বান্ধবীকে বিবাহ করতে চান বলে দাবি করেছিলেন। কিন্তু যেহেতু ভারতবর্ষের সমলিঙ্গ বিবাহ আইন সিদ্ধ নয় তাই তিনি এখনও পর্যন্ত তার বান্ধবীকে বিবাহ করে উঠতে পারেননি। দ্রুতি চাঁদই প্রথম যিনি সমলিঙ্গে বিবাহ করতে চেয়েছে ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে ভারতবর্ষের কোন অ্যাথলিট এরকম ইচ্ছা প্রকাশ করেননি। উল্লেখ্য দোহায় এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 100 মিটার রেশের জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর