তিন দিনে ৭ কোটি পার! ‘ধূমকেতু’র হাত ধরে নতুন অধ্যায় শুরু টলিউডে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিল আগে থেকেই। বক্স অফিস সংগ্রহ প্রকাশ্যে আসতেই সত্যি হল তা। বাংলা বিনোদুনিয়ায় এখন একটাই নাম, ‘ধূমকেতু’ (Dhumketu)। দেব-শুভশ্রীর দীর্ঘদিনের পুরনো ছবি একাই কাত করে দিচ্ছে প্রতিপক্ষদের। মাত্র তিন দিনেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে ছবিটি। রবিবার শহর জুড়ে দাপট বজায় রাখল ধূমকেতু (Dhumketu)।

বক্স অফিসে কামাল দেখাচ্ছে ধূমকেতু (Dhumketu)

লম্বা উইকেন্ডের ঠিক আগে মুক্তি পেয়েছে ধূমকেতু (Dhumketu)। আর সেই সুযোগটাও পুরোপুরি ভাবে আদায় করেছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন দেব। সঙ্গে লিখেছেন, ‘বাংলা ছবির ইতিহাসে সবথেকে বড় রবিবার’। বাস্তবিকই প্রতিদিন চমক দিচ্ছে ধূমকেতু (Dhumketu)। তৃতীয় দিনে মোট ১.৮৭ কোটি টাকা আয় করেছে ছবিটি।

Dhumketu collected 7 crore in, 3 days

কত ব্যবসা করেছে ছবিটি: সব মিলিয়ে মাত্র তিন দিনেই ৭ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ‘দেশু’র কামব্যাক ছবি। জানা গিয়েছে, ৩৫০ টি হলে হাউজফুল চলছে ধূমকেতু (Dhumketu)। ছবির সাফল্যে উচ্ছ্বসিত দেব, শুভশ্রী থেকে পরিচালক প্রযোজকরা। সবথেকে বড় কথা হল, কিছুদিন আগেই টলিউড ইন্ডাস্ট্রি ক্ষোভ উগরে দিয়েছিল বলিউডের বিরুদ্ধে। হিন্দি এবং দক্ষিণী ছবির আগ্রাসনে বাংলা ছবি মার খাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তারপরেই পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল চোখের সামনে।

আরও পড়ুন : ‘অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, ডার্বিতে লাল-হলুদ ঝড়ের মাঝেই CAA-র দাবিতে এক হল মোহনবাগান-ইস্টবেঙ্গল

বড় সাফল্য ছবির: প্রথম দিনেই ২.১০ কোটির ব্যবসা করেছিল ধূমকেতু (Dhumketu)। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৩.০২ কোটিতে। মাত্র তিন দিনে সাত কোটি পেরিয়ে যাওয়া নিঃসন্দেহে কোনও বাংলা ছবির ক্ষেত্রে বড় মাইলফলক। ধূমকেতুর (Dhumketu) হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রির সাফল্য যাত্রা শুরু হবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : ভারতকে লাগাতার পরমাণু হুমকি, ‘শত্রু’ পাকিস্তানকে টাইট দিতে রাশিয়া থেকে আসছে ‘ব্রহ্মাস্ত্র’?

বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বিগত যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ধূমকেতু (Dhumketu)। এই ছবির জন্য দর্শকদের উন্মাদনা দেখে বিশেষজ্ঞরা প্রথম থেকেই ঢালাও ব্যবসার আশা রেখেছিলেন। দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে ধূমকেতু।