৯ বছর পর দেবের কাছে ফিরেছেন শুভশ্রী, মুক্তির আগেই টলিউডে রেকর্ড ‘ধূমকেতু’র

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রিতে পরপর ধামাকা। প্রায় এক দশক পরে আবারও একত্র হয়েছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই প্রাক্তন একসঙ্গেই শুরু করেছেন ‘ধূমকেতু’র (Dhumketu) প্রচার। আজ, ১৪ ই অগাস্ট মুক্তি পাচ্ছে বড়পর্দায় ‘দেশু’ জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। তার আগেই কার্যত ইতিহাস রচনা করল ছবিটি।

মুক্তির আগে রেকর্ড গড়ল ধূমকেতু (Dhumketu)

প্রথম দিকে আলাদা আলাদা ভাবে ছবির প্রচার করলেও তাঁরা একসঙ্গে আসতেই যেন বিষ্ফোরণ ঘটেছে। দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে দেখে আবেগে ভাসছেন দর্শকরা। তার স্পষ্ট প্রতিচ্ছবি ধরা পড়ল ছবির অগ্রিম বুকিংয়েও। রেকর্ড গড়ে ফেলল ধূমকেতু (Dhumketu)।

Dhumketu created record before release

কী জানালেন শুভশ্রী: বুধবার শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেল চমক। মুক্তির আগেই ছবির একশোরও বেশি শো (Dhumketu) হাউজফুল, যা কোনও বাংলা ছবির ক্ষেত্রে প্রথম বলে দাবি অভিনেত্রীর। শহর থেকে জেলা সর্বত্রই চোখে পড়ছে ‘দেশু’ উন্মাদনা। এমনকি দর্শকদের সুবিধার্থে মধ্যরাতেও রাখা হয়েছে শো।

আরও পড়ুন : অভিষেকের ডায়মন্ড হারবারে ‘ভুয়ো’ ভোটার? অনুরাগের আক্রমণে তৃণমূলের পাল্টা নিশানা মোদির বারাণসী

ট্রেলার লঞ্চেও ছিল ভিড়: বহুদিনের অপেক্ষার পর অবশেষে আজ মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে নজরুল মঞ্চে হয়েছে ট্রেলার লঞ্চ। দেব শুভশ্রী (Dev-Subhashree) দুজনকেই এদিন দেখা গিয়েছিল কালো রঙমিলান্তি পোশাকে। দুজনকে এতদিন পর একসঙ্গে দেখতে উপচে পড়া ভিড় ছিল নজরুল মঞ্চে।

আরও পড়ুন : সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, উত্তেজনায় রণক্ষেত্র নিউ ব্রিজ, পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

প্রসঙ্গত, ধূমকেতু দেব শুভশ্রীর শেষ অভিনীত ছবি। আর কি কখনও একসঙ্গে পর্দায় ধরা দেবেন তাঁরা? উত্তর অজানা। তবে আপাতত ধূমকেতু দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। আজই মুক্তি পেতে চলেছে ধূমকেতু।