ইউনিফর্ম পরেই ছাত্রীদের তুলকালাম রাস্তায়! লাথি-চুলটান-ঘুষিতে উত্তাল শহরের মাঝ রাস্তা, হা হয়ে দেখল সকলে

Published on:

Published on:

Dhupguri Pedestrians stunned by beating of school girls in uniform

বাংলা হান্ট ডেস্ক: একি কান্ড! রাস্তা ভর্তি লোকের মাঝেই একদল ছাত্রী স্কুলের পোশাক পড়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে ব্যস্ত। একজন আরেকজনের চুলের মুঠি ধরে টানছে। আরেকজন প্রতিদ্বন্দ্বীকে সপাটে লাথি মারছে। এমনই এক ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারিতে। এই ঘটনায় যথারীতি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ধুপগুড়িতে একদল স্কুল ছাত্রী পরস্পরের সঙ্গে ব্যস্ত হাতাহাতিতে (Dhupguri)

দেখলে মনে হবে যেন সিরিয়াল অথবা সিনেমার দৃশ্য। প্রকাশ্য দিবালোকে রাস্তা ভর্তি লোকের মাঝেই হাতাহাতিতে ব্যস্ত একদল স্কুলের ছাত্রী। এদের দেখলে মনেই হবে না কিছুক্ষণ আগে একইসঙ্গে ক্লাসে বসে লেখাপড়া করছিল। বরং দেখলে মনে হবে এরা একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরেই শত্রুতা করে আছে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ধূপগুড়ি (Dhupguri) ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারিতে। সূত্রের খবর, স্কুলে বেঞ্চে বসা নিয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বচসার সৃষ্টি হয়। বেঞ্চে বসাকে কেন্দ্র করে করুণ পরিণতি হয় এই হাতাহাতির। জানা যায় ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের শনিবার বিকেলে। অন্যান্য দিনের মতন স্কুলে যায় স্কুল ছাত্রীরা। এরপরই বেঞ্চে বসা নিয়ে শুরু হয় গোলমাল।

স্থানীয় সূত্রের খবর, বেঞ্চে বসাকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। ওইদিন যে আগে আসে সে তার পছন্দমত জায়গা দখল করে। আবার পরের দিন সেই জায়গায় আগের দিন যে বসেছিল সে পরের দিন এসে একই জায়গায় বসতে চায় তখনই তাকে আগের থেকে বসে থাকার ছাত্রী বাধা দেয়। এরপরই শুরু হয় রাগারাগি। যদিও ক্লাস শুরু হলে এই ঝামেলা কিছুটা থামলেও একে অপরের প্রতি ভিতর ভিতর গর্জাতে থাকে। এমনকি এই সমাধানের জন্য কেউ স্কুল কর্তৃপক্ষকে কিছু জানায়নি। স্কুল শেষ হয়ে যাওয়ার পর বিস্ফোরণটা হয় বাইরে এসে। জনা দশেক ছাত্রী স্কুলের বাইরে এসে প্রকাশ্য রাস্তায় ঝগড়ায় জড়িয়ে পড়ে। সেই ঝগড়া এমন পর্যায়ে গড়ায় যে শুরু হয় হাতাহাতি। এরপর প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝে একে অপরের ওপর চড়াও হয়। চলে কিল, চড়, লাথি এমনকি একে আরেকজনের চুল ধরেও টানতে থাকে। এই বচসা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে চুলের টানের চোটে কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে। হাতাহাতির পাশাপাশি চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ।

Dhupguri Pedestrians stunned by beating of school girls in uniform

আরও পড়ুন: সকল যাত্রীদের উপর থাকবে নজর, নিরাপত্তা নিয়ে নতুন নিয়ম লাগু রেল দফতরের

এই বচসা দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ কেউ তাদের বিবাদ মিটিয়ে শান্ত করাতে যায়। কিন্তু সেই বিবাদ থেকে সরতে চায় না স্কুল পড়ুয়া ছাত্রীরা।পাশাপাশি বচসার ভিডিও তোলে এলাকার বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে খোঁজ নিয়ে অস্বস্তিতে পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ। কারন স্কুলের বাইরে হলেও ঘটনার সঙ্গে জড়িতরা তাঁদের স্কুলেরই ছাত্রী। যদিও প্রথমদিকে স্কুলের কেউ কেউ বলতে থাকেন, বিবাদমান পড়ুয়ারা তাঁদের স্কুলের নয়। কিন্তু বিষয়টি নিয়ে হৈচৈ হওয়ার পর তাঁরা স্বীকার করেন এরা তাঁদের স্কুলেরই ছাত্রী।