দ্বিতীয় বারের জন‍্য বিয়ে সারলেন দিয়া মির্জা, স্বামীকে সঙ্গে নিয়ে মিষ্টি বিলোলেন পাপারাৎজিকে

বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয় বারের জন‍্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিয়া মির্জা (dia mirza)। মুম্বইয়ের ব‍্যবসায়ী বৈভব রেখির সঙ্গে আজ সাত পাকে বাঁধা পড়লেন তিনি। এর আগেই শোনা গিয়েছিল দিয়ার দ্বিতীয় বিয়ের খবর। এবার স্বামীকে সঙ্গে নিয়েই পাপারাৎজির সামনে এলেন দিয়া।

লাল ও সোনালি শাড়িতে সেজেছিলেন দিয়া। সঙ্গে কুন্দনের গয়না। পাশে সাদা শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেল বৈভবকে। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর পাপারাৎজির সামনে এসে মিষ্টিও বিতরণ করেন দিয়া। এর আগেই জানা গিয়েছিল প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর বাড়িতে। তবে ধুমধাম করে বিয়ে হয়নি দিয়া ও বৈভবের।

IMG 20210215 200508
এর আগে থাপ্পড় ছবির প্রচারে এসে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে দিয়ার বিচ্ছেদ নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, স্বামী সাহিলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টা তিনি ভালভাবেই মেনে নিয়েছেন। ৩৪ বছর আগের স্মৃতিই তাঁকে শক্তি যোগায়।

https://www.instagram.com/p/CLUCMCUHEb_/?igshid=1odl9ngwckxys

https://www.instagram.com/p/CLUF9IQnINB/?igshid=10yhu939oeacz

দিয়ার কথায়, “একজন তারকা হওয়ার দরুন আমি কোনও বিষয়ে কষ্ট পেতে পারিনা। ৩৪ বছর আগে আমার বাবা মায়ের বিচ্ছেদের থেকে আমি শক্তি পাই। আমি নিজেকে নিজে বলি, যদি আমি সাড়ে চার বছর বয়সে বিষয়টা মেনে নিতে পেরেছিলাম তাহলে এই ৩৭ বছর বয়সে কেন নয়। মানুষ ভয়ের কারনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে ভয় পায়। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।”

https://www.instagram.com/p/CLUI-1VHvz0/?igshid=sk57blwz8f13

https://www.instagram.com/p/CLUJhaOH0l4/?igshid=1a599sye7oogg

https://www.instagram.com/p/CLUK7ATHvTP/?igshid=1r088n8bj6wa4

https://www.instagram.com/p/CLULu9Jnu3q/?igshid=nj06wgpcahut

২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া ও সাহিল। কিন্তু পাঁচ বছর পর হঠাৎ করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন। ২০১৯ সালে বিচ্ছেদের কথা ঘোষনা করে দিয়া জানান, তাঁরা চিরদিনই একে অপরের বন্ধু হয়ে থাকবেন। হয়তো দুজনের রাস্তা এরপর দুটো উলটো দিকে মোড় নেবে। কিন্তু এক সঙ্গে যে পথটা তাঁরা পেরিয়ে এসেছেন তা কখনোই ভুলবেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর