বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারের (Diamond Harbar) মুকুটে জুড়েছে নয়া পালক। এই কেন্দ্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) কেন্দ্র। আর সেই ডায়মন্ড হারবারকেই পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কারে (Best Kept District) সম্মানিত করা হয়েছে। ২০২২ সালের হিসাবে এই পুরস্কার পেয়েছে তৃণমূল সাংসদ অভিষেকের কেন্দ্র। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত নেতা। গতকাল এই পুরস্কার প্রাপ্তির পরই নিজের কেন্দ্রের মানুষদের শুভেচ্ছায় ভরিয়েছেন সাংসদ। তবে এখানেই শেষ নয়, এবার এই ইস্যুতেই সকাল-সকাল টুইট করে রাজ্য প্রশাসনকে তুলোধোনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
এদিন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শুভেন্দু লিখেছেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলা ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট’ হিসেবে পুরস্কৃত হয়েছে।
‘কারো জায়গাকে শীর্ষস্থানীয় দেখানোর জন্য এই রাজ্য প্রশাসন যে মহান পদক্ষেপগুলি নিয়েছে তাতে আমি সত্যিই বিস্মিত।’
শুভেন্দুর সংযোজন, ‘তারা আসলে পুরস্কারের নাম কিছুটা ছোট করে দিয়েছে। এর নামকরণ করা উচিত ছিল; ‘বিরোধিদের দমনে রাজ্যের সেরা জেলা; অগণতান্ত্রিকভাবে বা ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ ভোট লুট মডেল’ বা ‘বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট অফ বেআইনি কার্যকলাপ’।
শুভেন্দুর টুইট: https://x.com/SuvenduWB/status/1736241671892066442?t=WDaAnyjhCen-cLzbtInA_w&s=08
আরও পড়ুন: কলকাতা পুরসভায় চেয়ারে বসা নিয়ে তুমুল ঝামেলা তৃণমূল-বিজেপির! অধিবেশনে তুলকালাম
নিজের টুইটের সাথে একটি ভিডিও জুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। যেই ভিডিওতে পঞ্চায়েত ভোটে ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় হামলা, অশান্তি, ভোট লুঠের অভিযোগ, বোমাবাজি এইরকম আরও বহু ঘটনার ভিডিও পোস্ট করেছেন। পাশাপাশি গত মে মাসে দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাজি কারখানায় হওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ক্লিপও ওই টুইটের সঙ্গে জুড়েছেন শুভেন্দু। ওপরে ‘ডায়মন্ড হারবার’ মডেল লিখে টুইটে জোড়ালো আক্রমণ বিরোধী দলনেতার।
প্রসঙ্গত, প্রশাসন সূত্রে জানানো হয়েছে আগের তুলনায় অপরাধের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই পুলিশ জেলার। যদিও ২০২২ সালের হিসেবে রাজ্যের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেয়েছে ডায়মন্ড হারবার। আর এই নিয়েই এবার সরকারকড বিঁধলেন বিরোধী দলনেতা।