করোনা পরিস্থিতিতে এখন সব থেকে খারাপ অবস্থায় আছে মুম্বাই এবং দিল্লী এখানে রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাতে উদ্বিগ্ন কেন্দ্র। আর এবার করোনা মোকাবিলায় দেশের প্রতিরক্ষা মন্ত্রক সাহায্য করতে এগিয়ে এসেছে। পুনের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ তথা ডিআরডিও এক জীবাণুনাশক ডিভাইস বানিয়েছে।
কম সময়ে স্টেরিলাইজ় করতে পারবে এই ডিভাইস। এমনকি খরচের দিক থেকেও এই জীবাণুনাশক ডিভাইস ভালো এবং অপেক্ষাকৃত কম দামি। এর আগে করোনা মোকাবিলা করার জন্যে এগিয়ে এসেছিলো ইসরো। তারা যাবতীয় সরঞ্জাম বানানোর সাথে সাথে পিপিটি কিট বানান।
এছাড়াও থ্রিডি-প্রিন্টিংয়ে তৈরি হয়েছে বিশেষ রকম সার্জিক্যাল মাস্ক যাতে ডাক্তার বা জরুরী বিভাগের কর্মীদের কোনো সংক্রমণ না ছড়ায়। তিন কিলোগ্রাম ওজন সম্পন্ন এই ডিভাইস আমাদের বাড়ীর মাইক্রোওয়েভের মতোই। এই মাইক্রোওয়েভ সম্পূর্ণ নিরাপত্তা দেবে আর ব্যবহার করাও সহজ। আর এর নাম দেওয়া হয়েছে “অতুল্য”।৫৬ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রির মধ্যে রাখলে খুব দ্রুত যে কোনও জিনিস জীবাণুমুক্ত হয়ে যাবে বলে জানা গেছে। তবে অধাতব বস্তুই রাখতে হবে মাইক্রোওয়েভে।
এর পাশাপাশি তৈরী হচ্ছে আলট্রাভায়োলেট সি লাইট-যুক্ত স্যানিটাইজেশন বক্স। আর এই নতুন জিনিস বানাচ্ছে ডিফেন্স ইনস্টিটিউট অব ফিজিওলজি (DIPAS) এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন (INMAS)। সার্স-কভ-২ ভাইরাসের প্রোটিনগুলোকে ধ্বংস করতে পারবে ইভি-সি বক্সের জোরালো আলট্রাভায়োলেট রশ্মি। আর এই ডিভাইসে কোনো রকম সমস্যা হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি এটি নিরাপদ বলেও জানানো হয়েছে।