“পাবলিসিটি স্টান্ট”, ডিভোর্সের গুজব ছড়িয়ে খারাপ পারফরম্যান্স আড়াল হার্দিকের? ফাঁস আসল ষড়যন্ত্র

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের (India) তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুধু তাই নয়, সম্প্রতি তাঁর বিবাহ বিচ্ছেদের বিষয়েও শুরু হয়েছিল জল্পনা। মিডিয়া রিপোর্টগুলিতে দাবি করা হয়েছিল যে, হার্দিক এবং তাঁর স্ত্রী নাতাশার (Natasha Stankovic) মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় কার্যত তা বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে।

এর পাশাপাশি, এটাও দাবি করা হচ্ছিল যে খুব শীঘ্রই আলাদা হয়ে যেতে পারেন এই দম্পতি। যেটির পরিপ্রেক্ষিতে অনুরাগীদের মধ্যেও তুমুল জল্পনা শুরু হয়েছিল। যদিও, ঠিক এই আবহেই এই ঘটনায় এসেছে নতুন মোড়। মূলত, সার্বিয়ান মডেল এবং অভিনেত্রী নাতাশা পুনয়ার সেই সমস্ত ফটোগুলি আবার পোস্ট করেছেন যেগুলি আগে অদৃশ্য হয়ে গিয়েছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, ওই ছবিগুলির মধ্যে বেশিরভাগই হার্দিক এবং নাতাশার বিয়ের ছবি। আর এই ছবি ফের সামনে আসতেই পুরো বিষয়টি আবারও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

View this post on Instagram

 

A post shared by @natasastankovic__

“এটা সবই ছিল হার্দিক পান্ডিয়ার পাবলিসিটি স্টান্ট….”: এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই সমস্ত ছবি ডিলিট করার পরিবর্তে নাতাশা সেগুলি হয়তো হাইড করে ফেলেছিলেন অথবা আর্কাইভে রেখেছিলেন। তারপরে সেটিংসে গিয়ে তিনি সেগুলি ফের রিস্টোর করেন। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টি পরিপ্রেক্ষিতে উঠছে বিভিন্ন রকম প্রশ্ন।

আরও পড়ুন: ক্রিকেটের ইতিহাসে প্রথমবার! T20 বিশ্বকাপে মালামাল হবে দলগুলি, প্রাইজ মানির ঘোষণা করল ICC

অনেকেই মনে করেছেন যে, হার্দিক এবং নাতাশার সম্পর্কের উন্নতি হয়েছে। পাশাপাশি, কিছুজন আবার বলছেন যে তাঁদের সম্পর্কে আদৌ কোনো অবনতি ঘটেনি। বরং, এটা তাঁদের “পাবলিসিটি স্টান্ট” ছিল। বলা হচ্ছে যে, হার্দিক পান্ডিয়া ইচ্ছাকৃতভাবে তাঁর খারাপ ফর্ম থেকে সবার মনোযোগ সরাতে এই “নাটক” তৈরি করেছেন।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি, দাপট দেখাবে ঝোড়ো হাওয়াও, জানুন আপডেট

গোটা বিতর্ক এখান থেকেই শুরু: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এর নিলামের পরে, মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স থেকে হার্দিককে ফের দলে এনেছিল। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক করে। কিন্তু টিম ম্যানেজমেন্টের এই পদক্ষেপ সম্পূর্ণ ফ্লপ হিসেবে বিবেচিত হয়। ব্যাটিংয়ের পাশাপাশি এই মরশুমের IPL-এ বোলিংয়েও খুব একটা প্রভাব ফেলতে পারেননি হার্দিক। অধিনায়ক হিসেবেও তিনি হয়েছেন ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবারের IPL-এ মাত্র ৪ টি ম্যাচ জিতেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর